পুজোর আগে সবুজ দিয়ে সাজিয়ে তুলুন নিজের বাড়ি, লাগান ইন্ডোর প্ল্যান্টস
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সবুজ রঙ আপনার মনে প্রশান্তি আনে, গাছপালা আনে আরাম। তাই বাড়িতে গাছ লাগান। তাই গাছ দিয়ে মেক ওভার করুন আপনার বাড়িকে।
• উৎসবের মরশুমে যখন সেজে উঠছে চারপাশ, তখন আপনার ঘর কেন বাদ যায়। গাছ মানেই তো প্রাণ। আর বাড়ি আপনার আশ্রয়। তাহলে রোজের ক্লান্তি নিয়ে যে আশ্রয়ে ফেরেন, তাতে আরও কিছু প্রাণ যোগ করলে ক্ষতি কী? সবুজ রঙ আপনার মনে প্রশান্তি আনে, গাছপালা আনে আরাম। তাই বাড়িতে গাছ লাগান। তাই গাছ দিয়ে মেক ওভার করুন আপনার বাড়িকে।
advertisement
advertisement
advertisement
• পড়ার ঘরে গাছ লাগান: ঘরের মধ্যে গাছপালা আপনার একাগ্রতা বাড়ায়। পড়ার ঘরের একটা কোণ বরাদ্দ হোক গাছেদের জন্য। গাছ আপনার রুচিরও পরিচয়ও বহন করবে। পাশাপাশি টব না রেখে লম্বালম্বি গাছ লাগাতে পারেন নতুন ডিজাইনের কোনও পাত্রে। বইয়ের তাক, রিডিং ল্যাম্প আর আপনার প্রিয় গাছপালা- আপনার মানসিক শান্তির নিবিড় ঠিকানা।
advertisement
advertisement
advertisement