Parenting Tips: টিনএজ বয়সে সন্তান ক্রমশ দূরে সরে যাচ্ছে? কয়েকটা জিনিস মাথায় রাখুন, দেখবেন সে নিজেই আপনার কাছে এসে বসছে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
এখনকার দিনে অনেক টিন এজ বাচ্চারা প্রায়ই মা-বাবার সঙ্গ পছন্দ করে না৷ তারা তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করেন৷ তার কারণে কষ্ট পায় মা-বাবা৷ কিন্তু কেবল কষ্ট না পেয়ে ভাবেন, এই দূরত্বের কারণ কেবল জেনারেশন?নাকি খানিক আপনিও৷
আপনার বাচ্চার বয়স ১৪ থেকে ১৬৷ ক্রমশ দূরে সরে যাচ্ছেন সন্তানের থেকে৷ এই সমস্যায় অনেক মা-বাবাই ভুগতে থাকে৷ এখনকার দিনে অনেক টিন এজ বাচ্চারা প্রায়ই মা-বাবার সঙ্গ পছন্দ করে না৷ তারা তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করেন৷ তার কারণে কষ্ট পায় মা-বাবা৷ কিন্তু কেবল কষ্ট না পেয়ে ভাবেন, এই দূরত্বের কারণ কেবল জেনারেশন?নাকি খানিক আপনিও৷
advertisement
অনেক মা-বাবাকেই দেখা যায়, তাঁরা তাঁদের সন্তানের সঙ্গে খুব ভাল কোয়ালিটি টাইম কাটাতে পারেন না৷ সন্তানের প্রত্যেকটা বিষয়তেই জ্ঞান বা আদেশ দেন৷ এটা না করে সত্যিকারের বন্ধুর মতো মিশুন৷ দিনে অন্তত ১০ থেকে ১৫ মিনিট একে অপরের সঙ্গে সমস্যা শেয়ার করুন৷ একে অপরকে জাজ না করে কথা গুলো শুনুন৷ হয়তো সে আপনার সমস্যার সমাধান না, কেবল খারাপ বা ভাল লাগাগুলো শেয়ার করতে চায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অভিভাবকরা প্রায়শই সন্তানের জগতের বিষয়ে কোনও আগ্রহ দেখান না৷ এই বয়সের শিশুরা গেম, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের অদ্ভুত শখের প্রতি খুব আগ্রহী হয়৷ কিন্তু অভিভাবকরা এসব কাজে আগ্রহ দেখান না৷ এর ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। কিন্তু আপনি যদি তাদের শখের প্রতি আগ্রহ দেখান, তাহলে তাদেরও ভাল লাগে৷