Easy Parenting Tips: আপনার বাচ্চা অবাধ্য ও জেদি? কোনও কথা শোনে না? ভাল বাবা মা হওয়ার সহজ টিপস জানুন

Last Updated:
Easy Parenting Tips: সন্তান যদি শৈশবেই খুব জেদি, একরোখা হয়ে ওঠে তাহলে সমস্যা বেড়ে যায়
1/10
সন্তানকে বড় করে তোলা যে কোনও বাবা মায়ের কাছেই খুব চ্যালেঞ্জিং। তার উপর সন্তান যদি শৈশবেই খুব জেদি, একরোখা হয়ে ওঠে তাহলে সমস্যা বেড়ে যায়।
সন্তানকে বড় করে তোলা যে কোনও বাবা মায়ের কাছেই খুব চ্যালেঞ্জিং। তার উপর সন্তান যদি শৈশবেই খুব জেদি, একরোখা হয়ে ওঠে তাহলে সমস্যা বেড়ে যায়।
advertisement
2/10
সন্তানকে নিঃশর্তভাবে ভালবাসুন অবশ্যই। কিন্তু সঙ্গে কিছু নিয়মও মানতে শেখান। ছোট থেকে নিয়মানুবর্তী, শৃঙ্খলাপরায়ণ হতে সাহায্য করুন।
সন্তানকে নিঃশর্তভাবে ভালবাসুন অবশ্যই। কিন্তু সঙ্গে কিছু নিয়মও মানতে শেখান। ছোট থেকে নিয়মানুবর্তী, শৃঙ্খলাপরায়ণ হতে সাহায্য করুন।
advertisement
3/10
সব সময় সন্তানের হ্যাঁ-তে হ্যাঁ মেলাবেন না। মাঝেমধ্যেই ‘না’ বলুন। বাচ্চারও ‘না’ শোনার অভ্যাস তৈরি হোক।
সব সময় সন্তানের হ্যাঁ-তে হ্যাঁ মেলাবেন না। মাঝেমধ্যেই ‘না’ বলুন। বাচ্চারও ‘না’ শোনার অভ্যাস তৈরি হোক।
advertisement
4/10
আবার সব সময় কঠোর বাবা মা হয়ে উঠবেন না। বাচ্চার কিছু আব্দার মেনে নিন। সন্তানকে একরোখা হওয়ার পথ থেকে সরিয়ে আনতে আপনাকে অভিভাবক হিসেবে হ্যাঁ এবং না-এর মধ্যে সামঞ্জস্য করতে জানতে হবে।
আবার সব সময় কঠোর বাবা মা হয়ে উঠবেন না। বাচ্চার কিছু আব্দার মেনে নিন। সন্তানকে একরোখা হওয়ার পথ থেকে সরিয়ে আনতে আপনাকে অভিভাবক হিসেবে হ্যাঁ এবং না-এর মধ্যে সামঞ্জস্য করতে জানতে হবে।
advertisement
5/10
 সব বিষয়ে বাচ্চার সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না। আপনার বাচ্চা কোন বিষয়ে বিরক্ত হয়, সেটা বুঝুন। ওর ট্রিগার গুলো চিনে নিয়ে সংযত ও সামঞ্জস্যপূর্ণ আচরণ করুন।
সব বিষয়ে বাচ্চার সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না। আপনার বাচ্চা কোন বিষয়ে বিরক্ত হয়, সেটা বুঝুন। ওর ট্রিগার গুলো চিনে নিয়ে সংযত ও সামঞ্জস্যপূর্ণ আচরণ করুন।
advertisement
6/10
তিরস্কার সব সময় সমাধান নয়। বরং ছোটখাটো বিষয়েও শাসন বা বকাঝকা করলে হিতে বিপরীত হতে পারে। আপনার সন্তান আরও জেদি হয়ে উঠতে পারে।
তিরস্কার সব সময় সমাধান নয়। বরং ছোটখাটো বিষয়েও শাসন বা বকাঝকা করলে হিতে বিপরীত হতে পারে। আপনার সন্তান আরও জেদি হয়ে উঠতে পারে।
advertisement
7/10
 বাচ্চার কমিউনিকেশন স্কিল যেন পোক্ত হয়, সেদিকে যত্ন নিন। তাহলে ওর সমস্যা মন খুলে বলবে আপনাকে।
বাচ্চার কমিউনিকেশন স্কিল যেন পোক্ত হয়, সেদিকে যত্ন নিন। তাহলে ওর সমস্যা মন খুলে বলবে আপনাকে।
advertisement
8/10
সন্তানের সামনেও অপশন রাখুন। যাতে পছন্দ অপছন্দ অনুযায়ী সেও বেছে নিতে পারে। সব সময় রিজিড পেরেন্ট হবেন না। সন্তানের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারাবেন না। শান্ত থাকলে সমস্যার সমাধান হয় বেশির ভাগ ক্ষেত্রে।
সন্তানের সামনেও অপশন রাখুন। যাতে পছন্দ অপছন্দ অনুযায়ী সেও বেছে নিতে পারে। সব সময় রিজিড পেরেন্ট হবেন না। সন্তানের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারাবেন না। শান্ত থাকলে সমস্যার সমাধান হয় বেশির ভাগ ক্ষেত্রে।
advertisement
9/10
বাচ্চাকে কোনও সময় অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না। বরং আপনি নিজেই বাচ্চার সামনে উদাহরণ তৈরি করুন। যাতে আপনাকে অনুসরণ করতে পারে।
বাচ্চাকে কোনও সময় অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না। বরং আপনি নিজেই বাচ্চার সামনে উদাহরণ তৈরি করুন। যাতে আপনাকে অনুসরণ করতে পারে।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement