Women Health: সহবাস বা ঋতুস্রাবের পরেও রক্তপাত? হতে পারে ‘এই’ ভয়ঙ্কর ছোঁয়াচে যৌনরোগের লক্ষণ! চরম ক্ষতি গর্ভের সন্তানের! মহিলারা সাবধান!

Last Updated:
Women Health: মহিলাদের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে এই যৌন রোগে? জেনে নিন৷
1/7
মেয়েদেরও হতে পারে ভয়াবহ যৌনরোগ গনোরিয়া৷ গ্রেট ব্রিটেনে সম্প্রতি ভয়ঙ্কর রূপ ধারন করেছে এই ছোঁয়াচে যৌন অসুখ৷ সে দেশেই প্রথম আবিষ্কৃত হয়েছে এই রোগের টিকা৷ দেওয়া হচ্ছে বিনামূল্যে৷
মেয়েদেরও হতে পারে ভয়াবহ যৌনরোগ গনোরিয়া৷ গ্রেট ব্রিটেনে সম্প্রতি ভয়ঙ্কর রূপ ধারন করেছে এই ছোঁয়াচে যৌন অসুখ৷ সে দেশেই প্রথম আবিষ্কৃত হয়েছে এই রোগের টিকা৷ দেওয়া হচ্ছে বিনামূল্যে৷
advertisement
2/7
মহিলাদের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে এই যৌন রোগে? জেনে নিন৷ বলছেন বিশেষজ্ঞ সারাংশ জৈন৷
মহিলাদের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে এই যৌন রোগে? জেনে নিন৷ বলছেন বিশেষজ্ঞ সারাংশ জৈন৷
advertisement
3/7
গনোরিয়ায় আক্রান্ত হলে অস্বাভাবিক স্রাব হতে পারে৷ কটু গন্ধের ঘন হলুদ বা সবুজাভ স্রাব ক্ষরণ হতে পারে৷
গনোরিয়ায় আক্রান্ত হলে অস্বাভাবিক স্রাব হতে পারে৷ কটু গন্ধের ঘন হলুদ বা সবুজাভ স্রাব ক্ষরণ হতে পারে৷
advertisement
4/7
প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা আরও একটি সম্ভাব্য লক্ষণ। ঋতুস্রাবের নির্দিষ্ট সময়ের বাইরে অথবা যৌন মিলনের পরে রক্তপাত হতে পারে।
প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা আরও একটি সম্ভাব্য লক্ষণ। ঋতুস্রাবের নির্দিষ্ট সময়ের বাইরে অথবা যৌন মিলনের পরে রক্তপাত হতে পারে।
advertisement
5/7
কিছু মহিলার তলপেটে বা পেলভিসে ব্যথা বা ক্র্যাম্পিং অনুভব করতে পারেন। সহবাসের সময় ব্যথা হতে পারে৷
কিছু মহিলার তলপেটে বা পেলভিসে ব্যথা বা ক্র্যাম্পিং অনুভব করতে পারেন। সহবাসের সময় ব্যথা হতে পারে৷
advertisement
6/7
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গনোরিয়ায় আক্রান্ত অনেক মহিলারই কোনও লক্ষণীয় লক্ষণ দেখা যায় না, যার ফলে নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গনোরিয়ায় আক্রান্ত অনেক মহিলারই কোনও লক্ষণীয় লক্ষণ দেখা যায় না, যার ফলে নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
7/7
যদি চিকিৎসা না করা হয়, তাহলে গনোরিয়া গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (PID), যা দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা, এক্টোপিক গর্ভাবস্থা এবং বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এই যৌনরোগের জেরে প্রসবের সময় শিশুর মধ্যেও সংক্রমিত হতে পারে, যা সম্ভাব্যভাবে চোখের সংক্রমণের কারণ হতে পারে ।
যদি চিকিৎসা না করা হয়, তাহলে গনোরিয়া গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (PID), যা দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা, এক্টোপিক গর্ভাবস্থা এবং বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এই যৌনরোগের জেরে প্রসবের সময় শিশুর মধ্যেও সংক্রমিত হতে পারে, যা সম্ভাব্যভাবে চোখের সংক্রমণের কারণ হতে পারে ।
advertisement
advertisement
advertisement