Skin Care Tips: শীতে ফুটফুটে হবে মুখ! রান্নাঘরের এক চিমটি মশলাতেই ঠিকরে বেরবে ত্বকের জেল্লা, শুধু মিশিয়ে নিন এই জিনিস, ৭ দিনেই ট্যান উধাও, হবে মিরাকেল ...

Last Updated:
Glowing Skin Care Tips: দরকার নেই দামি প্রোডাক্ট, সামান্য বেসনে চকচকে হবে স্কিন, ত্বকে বাড়বে উজ্জ্বলতা, জানুন বিশেষজ্ঞের মত।
1/6
বাড়ির রান্নাঘরে পাওয়া যায় এই বিশেষ খাবারের উপাদান। সামান্য টাকা দাম। তবে ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন ভাজার জন্য জল দিয়ে গুলিয়ে নিতে হয় এই বিশেষ উপাদান। তবে এই খাবার উপকরণের গুণ চমকে দেবে।
বাড়ির রান্নাঘরে পাওয়া যায় এই বিশেষ খাবারের উপাদান। সামান্য টাকা দাম। তবে ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন ভাজার জন্য জল দিয়ে গুলিয়ে নিতে হয় এই বিশেষ উপাদান। তবে এই খাবার উপকরণের গুণ চমকে দেবে।
advertisement
2/6
দৈনন্দিন রান্নায় অত্যন্ত উপকারী বেসন। চপ, বেগুনি ভাজা, বড়ার ঝোল হোক বা অন্য কোনও আইটেম তৈরিতে এই বেসনের জুড়ি মেলা ভার। তবে এই বেসনই অত্যন্ত উপকারী শরীরের জন্য। ত্বকের জন্য বেশ উপকারী বেসন। যা ন্যাচারাল ফেস প্যাকের ভূমিকা পালন করে।
দৈনন্দিন রান্নায় অত্যন্ত উপকারী বেসন। চপ, বেগুনি ভাজা, বড়ার ঝোল হোক বা অন্য কোনও আইটেম তৈরিতে এই বেসনের জুড়ি মেলা ভার। তবে এই বেসনই অত্যন্ত উপকারী শরীরের জন্য। ত্বকের জন্য বেশ উপকারী বেসন। যা ন্যাচারাল ফেস প্যাকের ভূমিকা পালন করে।
advertisement
3/6
বেসন মৃত ত্বককে দূর করে, ত্বকে ব্রণের প্রবণতা কমায়। এছাড়াও বেসন ত্বকের গঠন উন্নত করে।বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ত্বককে ব্যাক্টেরিয়ামুক্ত রাখে, এমনই মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
বেসন মৃত ত্বককে দূর করে, ত্বকে ব্রণের প্রবণতা কমায়। এছাড়াও বেসন ত্বকের গঠন উন্নত করে। বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ত্বককে ব্যাক্টেরিয়ামুক্ত রাখে, এমনই মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
advertisement
4/6
তাই ত্বকের নানা সমস্যায় ন্যাচারাল থেরাপি হিসেবে বেসন ও সামান্য জিনিসের উপর ভরসা করেন অনেকে। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে বেসন। শুধু তাই না, বেসনের সঙ্গে হলুদ, লেবুর রস, মধু ইত্যাদি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করা যায়। যা থেকে আশ্চর্য গুণ মেলে।
তাই ত্বকের নানা সমস্যায় ন্যাচারাল থেরাপি হিসেবে বেসন ও সামান্য জিনিসের উপর ভরসা করেন অনেকে। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে বেসন। শুধু তাই না, বেসনের সঙ্গে হলুদ, লেবুর রস, মধু ইত্যাদি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করা যায়। যা থেকে আশ্চর্য গুণ মেলে।
advertisement
5/6
বিউটিশিয়ান মনি মুখোপাধ্যায় বলেন, বেসন ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করে । ত্বককে হালকা করে এবং কালো দাগ কমায়।
বিউটিশিয়ান মনি মুখোপাধ্যায় বলেন, বেসন ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করে । ত্বককে হালকা করে এবং কালো দাগ কমায়।
advertisement
6/6
তাই প্রতিদিন ত্বকে বেসন ব্যবহার করা যেতে পারে। ত্বকের তৈলাক্তভাব দূর করে, ট্যান পড়ে যাওয়া থেকে চকচকে স্কিন ফিরিয়ে দিতে পারে কয়েক গ্রাম বেসন।
তাই প্রতিদিন ত্বকে বেসন ব্যবহার করা যেতে পারে। ত্বকের তৈলাক্তভাব দূর করে, ট্যান পড়ে যাওয়া থেকে চকচকে স্কিন ফিরিয়ে দিতে পারে কয়েক গ্রাম বেসন।
advertisement
advertisement
advertisement