Get Rid Off Pigmentation: ঘাড়-গলায় কালো দাগ-ছোপ? কসমেটিক্স নয়, রান্নাঘরের ৪ উপকরণেই ঘাড় চকচক করবে, গায়েব সান-ট্যান,পিগমেন্টেশন

Last Updated:
সান ট্যান, পিমেন্টেশেশনের কারণে গলায়, ঘাড়ে কালচে দাগ? হাজার ঘষেও দাগ দূর হচ্ছে না? চিন্তা করবেন না! গাদাগাদা খরচ করে পার্লারে ছুটতে হবে না! খুব সহজ একটি ঘরোয়া উপায়ে, মাত্র কয়েক মিনিটেই গায়ের হবে ঘাড়-গলার কালো দাগ ছোপ!
1/6
সান ট্যান, পিমেন্টেশেশনের কারণে গলায়, ঘাড়ে কালচে দাগ? হাজার ঘষেও দাগ দূর হচ্ছে না? চিন্তা করবেন না! গাদাগাদা খরচ করে পার্লারে ছুটতে হবে না! খুব সহজ একটি ঘরোয়া উপায়ে, মাত্র কয়েক মিনিটেই গায়ের হবে ঘাড়-গলার কালো দাগ ছোপ!
সান ট্যান, পিমেন্টেশেশনের কারণে গলায়, ঘাড়ে কালচে দাগ? হাজার ঘষেও দাগ দূর হচ্ছে না? চিন্তা করবেন না! গাদাগাদা খরচ করে পার্লারে ছুটতে হবে না! খুব সহজ একটি ঘরোয়া উপায়ে, মাত্র কয়েক মিনিটেই গায়ের হবে ঘাড়-গলার কালো দাগ ছোপ!
advertisement
2/6
দামী ক্রিম-লোশন বা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচার দরকার নেই, দরকার নেই চিকিৎসার-ও! রান্নাঘরের ৪টি সাধারণ উপকরণ দিয়েই দূর করুন ঘাড়-গলার কালো দাগ ছোপ। এই তিনটি উপকরণ হল টম্যাটো, বেসন, দই এবং মধু।
দামী ক্রিম-লোশন বা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচার দরকার নেই, দরকার নেই চিকিৎসার-ও! রান্নাঘরের ৪টি সাধারণ উপকরণ দিয়েই দূর করুন ঘাড়-গলার কালো দাগ ছোপ। এই তিনটি উপকরণ হল টম্যাটো, বেসন, দই এবং মধু।
advertisement
3/6
কীভাবে করবেন? প্রথমে অর্ধেক টম্যাটো নিয়ে সেটিকে মাঝখান থেকে কেটে নিন। এর পর তাতে এক চামচ বেসন মেশান। বেসন প্রাকৃতিক ক্লিনজার ও স্ক্রাবার হিসেবে কাজ করে, যা গলার মৃত চামড়া দূর করে গলাকে পরিষ্কার ও মসৃণ করে। তার পর টম্যাটো ও বেসনের উপর সামান্য দই ছিটিয়ে দিন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের পোড়াভাব না ট্যান দূর করে ত্বকে ঔজ্জ্বল্য আনে।
কীভাবে করবেন? প্রথমে অর্ধেক টম্যাটো নিয়ে সেটিকে মাঝখান থেকে কেটে নিন। এর পর তাতে এক চামচ বেসন মেশান। বেসন প্রাকৃতিক ক্লিনজার ও স্ক্রাবার হিসেবে কাজ করে, যা গলার মৃত চামড়া দূর করে গলাকে পরিষ্কার ও মসৃণ করে। তার পর টম্যাটো ও বেসনের উপর সামান্য দই ছিটিয়ে দিন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের পোড়াভাব না ট্যান দূর করে ত্বকে ঔজ্জ্বল্য আনে।
advertisement
4/6
এবার সামান্য মধু যোগ করুন। মধু ত্বককে আর্দ্র ও নরম রাখে। টম্যাটো, বেসন, দই এবং মধু-- এই চারটি উপাদান একসঙ্গে মেশালে তা প্রাকৃতিক ট্যান রিমুভার। এই মিশ্রণটি আলতোভাবে গলায় ঘষে নিন। ৩-৪ মিনিট ধরে হালকা হাতে মালিশ করুন, যাতে ত্বকের ভিতরে জমে থাকা ময়লা ও ট্যান দূর হয়। এর পর ঘাড়ে ও গলায় এই মিশ্রণটি ১০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।
এবার সামান্য মধু যোগ করুন। মধু ত্বককে আর্দ্র ও নরম রাখে। টম্যাটো, বেসন, দই এবং মধু-- এই চারটি উপাদান একসঙ্গে মেশালে তা প্রাকৃতিক ট্যান রিমুভার। এই মিশ্রণটি আলতোভাবে গলায় ঘষে নিন। ৩-৪ মিনিট ধরে হালকা হাতে মালিশ করুন, যাতে ত্বকের ভিতরে জমে থাকা ময়লা ও ট্যান দূর হয়। এর পর ঘাড়ে ও গলায় এই মিশ্রণটি ১০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।
advertisement
5/6
টম্যাটোতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা করে, বেসন ত্বকের মৃত কোষ তুলে এক্সফোলিয়েট করে, দই ত্বকের টোনিং করে আর মধু ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।
টম্যাটোতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা করে, বেসন ত্বকের মৃত কোষ তুলে এক্সফোলিয়েট করে, দই ত্বকের টোনিং করে আর মধু ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।
advertisement
6/6
এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে গলা থেকে ময়লা ও ট্যান সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং ত্বক পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা। চাইলে এই মিশ্রণ হাত, পা বা কনুইতেও ব্যবহার করতে পারেন। তবে এটি ব্যবহারের পর রোদে বার হবেন না।
এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে গলা থেকে ময়লা ও ট্যান সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং ত্বক পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা। চাইলে এই মিশ্রণ হাত, পা বা কনুইতেও ব্যবহার করতে পারেন। তবে এটি ব্যবহারের পর রোদে বার হবেন না।
advertisement
advertisement
advertisement