বাড়তে থাকা করোনা সংক্রমণের ফলে নানা বিধি নিষেধ চলছে৷ মোটের উপর বাড়িতেই রয়েছেন সকলে৷ একঘেঁয়ে জীবনে কিছু পরিবর্তন করতে বদলে ফলুন লাঞ্চ বা ডিনারের মেনু৷ পাতে থাক কিছু অভিনব ডিশ৷ তবে বাড়িতে রান্না করে নয়, অর্ডার দিন হোমলি জেস্টে৷
2/ 5
নামের সঙ্গে মানানসই এই হোম ডেলিভারি জয়েন্ট৷ করোনা রোগীদের জন্য খাবার যেমন মিলবে এখানে, তেমনই থাকছে দেশ-বিদেশের নানা মুখোরচোক পদ৷
3/ 5
একেবারে রেস্তোরাঁর খাবার পেয়ে যাবেন বাড়িতে বসেই৷ এক অর্ডারে৷ আর এক্ষেত্রে কোনও চিন্তা ভাবনা করতে হবে না৷ কারণ সব রকম সুরক্ষা বিধি মেনে চলে এখানে প্রস্তুতি থেকে রান্না৷
4/ 5
এক মহিলার হাত ধরে গড়ে উঠেছে এই ফুড ডেলিভারি জয়েন্ট৷ সব দিকটাই খেয়াল রাখা হচ্ছে৷ বেশি মশলাদার খাবার নয়, অথচ স্বাদের সঙ্গেও কোনও আপোস নয়৷
5/ 5
স্যালাড, স্যুপ, চাট, চাইনিজের সঙ্গে এবার যোগ হয়েছে এশিয়ান নানা পদ৷ দামও নাগালের মধ্যে৷ তাহলে আর দেরি কেন৷ ঘরে বসে কাজ করতে করতেই জীবনকে আরও স্পাইসি করে তুলুন হোমলি জেস্টের খাবারের সঙ্গে৷