Gandharaj Flower Gardening Tips: রান্নাঘরের এই দুই উপকরণেই অজস্র সাদা ফুলে ঢেকে যাবে গন্ধরাজগাছ

Last Updated:
Gandharaj Flower Gardening Tips: গন্ধরাজ গাছে কুঁড়ি আসছে না? ফুল ফুটছে না? জানুন সহজ টিপস। কোন উপায়ে সাদা ফুলে ও সুবাসে ছেয়ে থাকবে আপনার গন্ধরাজ গাছ
1/10
গ্রীষ্মের সন্ধ্যার কষ্ট কমিয়ে দেয় গন্ধরাজফুলের সুবাস। নামের সঙ্গে কাজের দুর্দান্ত মিল এই ফুলের। বাগানে হোক বা ছাদের টবে, ঠিক ভাবে যত্ন নিলে ফুলে ছেয়ে যাবে গন্ধরাজ।
গ্রীষ্মের সন্ধ্যার কষ্ট কমিয়ে দেয় গন্ধরাজফুলের সুবাস। নামের সঙ্গে কাজের দুর্দান্ত মিল এই ফুলের। বাগানে হোক বা ছাদের টবে, ঠিক ভাবে যত্ন নিলে ফুলে ছেয়ে যাবে গন্ধরাজ।
advertisement
2/10
সাধারণত মার্চ মাস থেকে ফুল আসতে শুরু করে গন্ধরাজ গাছে। তার পর সারা গরমকাল ফুল ফোটে। শীতকালে এই গাছ একদম স্তিমিত হয়ে যায়। ফুল ফোটে না। পাতাও হলুদ হয়ে আসে।
সাধারণত মার্চ মাস থেকে ফুল আসতে শুরু করে গন্ধরাজ গাছে। তার পর সারা গরমকাল ফুল ফোটে। শীতকালে এই গাছ একদম স্তিমিত হয়ে যায়। ফুল ফোটে না। পাতাও হলুদ হয়ে আসে।
advertisement
3/10
শীতের শেষে বসন্তেই বসাতে পারেন নার্সারি থেকে কিনে আনা চারাগাছ অথবা ডাল। এই গাছের গোড়ায় জল জমলে পচে যাবে। তাই এঁটেল মাটি হলে তাতে বালি মিশিয়ে নিন।
শীতের শেষে বসন্তেই বসাতে পারেন নার্সারি থেকে কিনে আনা চারাগাছ অথবা ডাল। এই গাছের গোড়ায় জল জমলে পচে যাবে। তাই এঁটেল মাটি হলে তাতে বালি মিশিয়ে নিন।
advertisement
4/10
আবার গ্রীষ্মকালীন গাছ বলে জলের দরকার বেশি হয়। তাই মাটিতে কোকোপিট মিশিয়ে নিন যাতে জল ধরে রাখতে পারে। এছাড়া গোবরসার, ভার্মিকম্পোস্ট মিশিয়ে তৈরি করুন মাটি।
আবার গ্রীষ্মকালীন গাছ বলে জলের দরকার বেশি হয়। তাই মাটিতে কোকোপিট মিশিয়ে নিন যাতে জল ধরে রাখতে পারে। এছাড়া গোবরসার, ভার্মিকম্পোস্ট মিশিয়ে তৈরি করুন মাটি।
advertisement
5/10
এমন জায়গায় গাছটিকে রাখুন যাতে সকালে ২-৩ ঘণ্টা নরম রোদ পায়। সারা দিন রোদ পড়লে গাছের ক্ষতি হবে। বৃদ্ধি আটকে যাবে, ফুল আসবে না।
এমন জায়গায় গাছটিকে রাখুন যাতে সকালে ২-৩ ঘণ্টা নরম রোদ পায়। সারা দিন রোদ পড়লে গাছের ক্ষতি হবে। বৃদ্ধি আটকে যাবে, ফুল আসবে না।
advertisement
6/10
গন্ধরাজ খুব সংবেদনশীল ও স্পর্শকাতর গাছ। তাই বেশি হাত দেবেন না। অতি যত্নে নষ্ট হয়ে যেতে পারে এটি। সকালে এই গাছে জল দিন। বিকেলে জল স্প্রে করুন। গাছে নিয়মিত জল দিন। কিন্তু বেশি জল দেবেন না।
গন্ধরাজ খুব সংবেদনশীল ও স্পর্শকাতর গাছ। তাই বেশি হাত দেবেন না। অতি যত্নে নষ্ট হয়ে যেতে পারে এটি। সকালে এই গাছে জল দিন। বিকেলে জল স্প্রে করুন। গাছে নিয়মিত জল দিন। কিন্তু বেশি জল দেবেন না।
advertisement
7/10
এই গাছে সার দেওয়া খুবই জরুরি। নিমখোল, হাড়গুঁড়ো, গোবরসার, ভার্মিকম্পোস্ট অবশ্যই দেবেন। বিশেষ করে কুঁড়ি আসার সময় দিতে হবে। না হলে কুঁড়ি আসবে না।
এই গাছে সার দেওয়া খুবই জরুরি। নিমখোল, হাড়গুঁড়ো, গোবরসার, ভার্মিকম্পোস্ট অবশ্যই দেবেন। বিশেষ করে কুঁড়ি আসার সময় দিতে হবে। না হলে কুঁড়ি আসবে না।
advertisement
8/10
ব্যবহৃত চায়ের পাতা শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় দিন। যদি চায়ে চিনি খান তাহলে ব্যবহৃত চায়ের পাতা ধুয়ে নিন ভাল করে। কফির স্যাশে গুলে নিন ঈষদুষ্ণ জলে। তার পর ঠান্ডা করে দিন গাছের গোড়ায়। এতে স্বাস্থ্যোজ্জ্বল হবে আপনার গন্ধরাজ গাছ।
ব্যবহৃত চায়ের পাতা শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় দিন। যদি চায়ে চিনি খান তাহলে ব্যবহৃত চায়ের পাতা ধুয়ে নিন ভাল করে। কফির স্যাশে গুলে নিন ঈষদুষ্ণ জলে। তার পর ঠান্ডা করে দিন গাছের গোড়ায়। এতে স্বাস্থ্যোজ্জ্বল হবে আপনার গন্ধরাজ গাছ।
advertisement
9/10
ভিজিয়ে রাখা সরষের খোল গাছের গোড়ায় দিলেও ভাল ফুল হবে। শুকিয়ে যাওয়া ফুল ও পাতা গাছ থেকে ফেলে দিন। তাহলে নতুন ডাল বার হবে। নতুন কুঁড়ি আসবে।
ভিজিয়ে রাখা সরষের খোল গাছের গোড়ায় দিলেও ভাল ফুল হবে। শুকিয়ে যাওয়া ফুল ও পাতা গাছ থেকে ফেলে দিন। তাহলে নতুন ডাল বার হবে। নতুন কুঁড়ি আসবে।
advertisement
10/10
মাঝে মাঝেই নিমতেল ও সাদা জল স্প্রে করুন গন্ধরাজ গাছে। এতে পোকার আক্রমণ থেকে রেহাই পাবে গাছটি।
মাঝে মাঝেই নিমতেল ও সাদা জল স্প্রে করুন গন্ধরাজ গাছে। এতে পোকার আক্রমণ থেকে রেহাই পাবে গাছটি।
advertisement
advertisement
advertisement