Nepali Food Recipe: মুগডালের পাতলা শিটে লঙ্কার সস, রসুন, তিলের টপিং! পাহাড় থেকে সমতল, নেপালি ‘লাফিং’য়ের জনপ্রিয়তার তুঙ্গে
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Nepali Food Recipe: পাহাড়ি খাবারের তালিকায় মোমো-থুকপার পর এবার জোরালোভাবে জায়গা করে নিয়েছে নেপালি জনপ্রিয় খাবার লাফিং। মূলত তিব্বতি ও নেপালি সংস্কৃতির সঙ্গে যুক্ত এই ঠান্ডা, ঝাল খাবার এখন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ির অলিগলিতেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ি খাবারের তালিকায় মোমো-থুকপার পর এবার জোরালোভাবে জায়গা করে নিয়েছে নেপালি জনপ্রিয় খাবার লাফিং। মূলত তিব্বতি ও নেপালি সংস্কৃতির সঙ্গে যুক্ত এই ঠান্ডা, ঝাল খাবার এখন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ির অলিগলিতেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে লাফিং এখন ‘স্ট্রিট ফুড ফেভারিট’।
advertisement
*মুগডাল দিয়ে তৈরি স্বচ্ছ, জেলির মতো পাতলা শিট, তার উপর ঝাল লঙ্কার সস, রসুন, তিলের তেল ও নানা টপিং—এই সহজ উপকরণেই লাফিংয়ের স্বাদে রয়েছে আলাদা আকর্ষণ। গরম নয়, বরং ঠান্ডা পরিবেশনই লাফিংয়ের বিশেষত্ব, যা গরমের দিনে খাবারপ্রেমীদের কাছে বাড়তি জনপ্রিয়তা এনে দিয়েছে। ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য।
advertisement
advertisement
advertisement





