ডিপ ফ্রিজে এভারেস্টের চুড়োর মতো 'বরফ'...? ট্রাই করে দেখুন সহজ, নির্ঝঞ্ঝাট 'ট্রিক'! তুড়িতে গলবে 'আইস', গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fridge Ice Tips: সিঙ্গল ডোর ফ্রিজ মানেই অল্প জায়গা লাগে, ফ্ল্যাট বাড়িতে ফিট হয় চমৎকার আবার ছোট পরিবার ও আজকের নিউক্লিয়ার ফ্যামিলির জন্য এই ফ্রিজগুলি একদম পারফেক্ট। কিন্তু এই ফ্রিজের সঙ্গেও আছে কিছু সমস্যা আর তার একটা হল দু'দিন যেতে না যেতেই ডিপ ফ্রিজে বরফের পাহাড়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৩. প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে চাঁছুন:
এক্ষেত্রে কিন্তু কখনই ধাতব কিছু ব্যবহার করবেন না, এতে ফ্রিজের ভিতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং প্লাস্টিকের স্প্যাচুলা, স্ক্র্যাপার বা কাঠের চামচ ব্যবহার করুন। ধীরে ধীরে খুঁচিয়ে বরফ তুলুন, জোরে চাপ দেবেন না। আর অবশ্যই ফ্রিজ আনপ্লাগ করে নেবেন।
এক্ষেত্রে কিন্তু কখনই ধাতব কিছু ব্যবহার করবেন না, এতে ফ্রিজের ভিতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং প্লাস্টিকের স্প্যাচুলা, স্ক্র্যাপার বা কাঠের চামচ ব্যবহার করুন। ধীরে ধীরে খুঁচিয়ে বরফ তুলুন, জোরে চাপ দেবেন না। আর অবশ্যই ফ্রিজ আনপ্লাগ করে নেবেন।
advertisement
advertisement
৫. রাবিং অ্যালকোহল স্প্রে ব্যবহার করুন:
রাবিং অ্যালকোহল, অর্থাৎ কোনও কিছু জীবাণুমুক্ত করতে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, তা গরম পানির সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢালুন। এরপর এটি পাতলা বরফের স্তরের ওপর সরাসরি স্প্রে করুন। অ্যালকোহলের হিমাঙ্ক (ফ্রিজিং পয়েন্ট) কম হওয়ায় এটি হালকা বরফ দ্রুত গলিয়ে ফেলতে সাহায্য করে।
রাবিং অ্যালকোহল, অর্থাৎ কোনও কিছু জীবাণুমুক্ত করতে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, তা গরম পানির সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢালুন। এরপর এটি পাতলা বরফের স্তরের ওপর সরাসরি স্প্রে করুন। অ্যালকোহলের হিমাঙ্ক (ফ্রিজিং পয়েন্ট) কম হওয়ায় এটি হালকা বরফ দ্রুত গলিয়ে ফেলতে সাহায্য করে।
advertisement
৬. গরম ভেজা তোয়ালে রাখুন:
পুরু তোয়ালে গরম জল ভিজিয়ে একটু নিংড়ে নিন, তারপর বরফের উপর রেখে ফ্রিজের দরজা বন্ধ করুন। ৫-১০ মিনিট ফ্রিজের দরজা বন্ধ রাখুন। গরম তোয়ালের তাপে বরফ আলগা হয়ে যাবে। পুরু বরফ হলে প্রক্রিয়াটি কয়েকবার করতে হতে পারে। তবে আপনার ফ্রিজের ম্যানুয়াল দেখে নিন কোনও সতর্কতা দেওয়া আছে কি না।
পুরু তোয়ালে গরম জল ভিজিয়ে একটু নিংড়ে নিন, তারপর বরফের উপর রেখে ফ্রিজের দরজা বন্ধ করুন। ৫-১০ মিনিট ফ্রিজের দরজা বন্ধ রাখুন। গরম তোয়ালের তাপে বরফ আলগা হয়ে যাবে। পুরু বরফ হলে প্রক্রিয়াটি কয়েকবার করতে হতে পারে। তবে আপনার ফ্রিজের ম্যানুয়াল দেখে নিন কোনও সতর্কতা দেওয়া আছে কি না।