Fish: মাছের সঙ্গে ভুলেও ছোঁবেন না এই ৭ খাবার! পেটে গেলেই 'বিষাক্ত', আপনিও ভুল করেন না তো?
- Published by:Shubhagata Dey
- trending-desk
Last Updated:
Fish: মাছ প্রোটিন সমৃদ্ধ। মাছ খাওয়া শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হলেও এটি খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। নির্দিষ্ট কিছু খাবারের সঙ্গে মাছ খাওয়া থেকে বিরত থাকা উচিত। অন্যথায় এটি উপকার দেওয়ার পরিবর্তে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
advertisement
*মাছ প্রোটিন সমৃদ্ধ। মাছ খাওয়া শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হলেও এটি খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। নির্দিষ্ট কিছু খাবারের সঙ্গে মাছ খাওয়া থেকে বিরত থাকা উচিত। অন্যথায় এটি উপকার দেওয়ার পরিবর্তে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক মাছের সঙ্গে কোন খাবারগুলি পাতে রাখা উচিত নয়। সংগৃহীত ছবি।
advertisement
*দুধ ও দুগ্ধজাত খাবারের সঙ্গে মাছ খাওয়া উচিত নয়। কেউ কেউ দই বা দুধ দিয়ে মাছ রান্না করেন। এমনটা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুধ, দই বা অন্যান্য দুগ্ধজাত খাবারের সঙ্গে মাছ খেলে হজমের সমস্যা হতে পারে। এছাড়া বদহজম, পেট ফোলাভাব, পেটে ব্যথা, ত্বকের সংক্রমণ, ত্বকে সাদা দাগের মতো সমস্যাও হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
*মাছ খাওয়ার সঙ্গে টক ফল খাওয়া উচিত নয়। কেউ কেউ স্যালাডে সাইট্রাস ফল যোগ করেন এবং মাছের সঙ্গে খায়। এই রকম ফল থেকে তৈরি জুস পান করাও উচিত নয়। মাছ ও সাইট্রাস ফলের সংমিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া লেবু, কমলা, টমেটো, কিউই প্রভৃতি সাইট্রাস ফল অ্যাসিডিক প্রকৃতির। মাছ হল প্রোটিনের প্রধান উৎস। এই দুটির সংমিশ্রণে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







