দশম শ্রেণি পাশ করলেই হতে পারবেন আয়ুর্বেদ চিকিৎসক! NEET লাগবে না! জানুন সহজ উপায়

Last Updated:
আয়ুর্বেদ পড়ার জন্য শিক্ষার্থীর দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ৭.৫ বছরের কোর্স সম্পূর্ণ করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করার জন্য লাইসেন্স পান। জানুন কী ভাবে।
1/6
ডাক্তার হতে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে NEET পরীক্ষা। প্রতি বছর লাখ লাখ তরুণ NEET পরীক্ষা দেয়, কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতার কারণে সফলতার হার খুবই কম। যদি আপনি NEET পরীক্ষা না দিয়ে মেডিকেল ক্যারিয়ার করতে চান, তাহলে এই খবরটা বিশেষভাবে আপনার জন্য। এখন আপনি ১০ম শ্রেণি পাশ করার পর Ayurveda medicine এর ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন। Central Sanskrit University এই সুযোগ দিচ্ছে। (AI Generated Image)
ডাক্তার হতে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে NEET পরীক্ষা। প্রতি বছর লাখ লাখ তরুণ NEET পরীক্ষা দেয়, কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতার কারণে সফলতার হার খুবই কম। যদি আপনি NEET পরীক্ষা না দিয়ে মেডিকেল ক্যারিয়ার করতে চান, তাহলে এই খবরটা বিশেষভাবে আপনার জন্য। এখন আপনি ১০ম শ্রেণি পাশ করার পর Ayurveda medicine এর ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন। Central Sanskrit University এই সুযোগ দিচ্ছে। (AI Generated Image)
advertisement
2/6
প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি হিসেবে আয়ুর্বেদ আজও সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদে কেরিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলক। নির্ধারিত কোর্স সম্পূর্ণ করার পরই একজন আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করার আইনি স্বীকৃতি মেলে।
প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি হিসেবে আয়ুর্বেদ আজও সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদে কেরিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলক। নির্ধারিত কোর্স সম্পূর্ণ করার পরই একজন আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করার আইনি স্বীকৃতি মেলে।
advertisement
3/6
Central Sanskrit University ঐতিহ্যবাহী Ayurvedic জ্ঞানকে আধুনিক মেডিকেল শিক্ষার সাথে যুক্ত করেছে। এই মেডিকেল কোর্সটা ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ হয়ে উঠছে, যারা দামি কোচিং আর NEET প্রস্তুতি এড়িয়ে সরাসরি তাদের লক্ষ্য পূরণ করতে চায়। BAMS ডিগ্রি পেতে হলে ১০ম শ্রেণি পাশ করার পর ৭.৫ বছর পড়াশোনা করতে হবে। এরপর আপনি doctor হিসেবে practice করতে পারবেন। BAMS ডিগ্রি অর্জন করলে government doctor হওয়ার সুযোগও পেতে পারেন। (File Photo)
 Central Sanskrit University ঐতিহ্যবাহী Ayurvedic জ্ঞানকে আধুনিক মেডিকেল শিক্ষার সাথে যুক্ত করেছে। এই মেডিকেল কোর্সটা ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ হয়ে উঠছে, যারা দামি কোচিং আর NEET প্রস্তুতি এড়িয়ে সরাসরি তাদের লক্ষ্য পূরণ করতে চায়। BAMS ডিগ্রি পেতে হলে ১০ম শ্রেণি পাশ করার পর ৭.৫ বছর পড়াশোনা করতে হবে। এরপর আপনি doctor হিসেবে practice করতে পারবেন। BAMS ডিগ্রি অর্জন করলে government doctor হওয়ার সুযোগও পেতে পারেন। (File Photo)
advertisement
4/6
Generated image Central Sanskrit University একটি ইন্টিগ্রেটেড কোর্স চালু করেছে যার নাম Ayurveda Gurukulam। ১০ম শ্রেণি শেষ করার পর, ছাত্রছাত্রীরা Central Sanskrit University বা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারবে। প্রথম ২ বছর Intermediate-এর সমতুল্য। এখানে Sanskrit-এর সাথে সাথে মৌলিক বিজ্ঞান বিষয় (PCB – Physics, Chemistry, Biology) শেখানো হয়। পরের ৫.৫ বছরে, ছাত্রছাত্রীরা সরাসরি BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery) কোর্স করতে পারবে। এর মধ্যে ৪.৫ বছর একাডেমিক পড়াশোনা এবং ১ বছর ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত। (AI Generated Image)
Central Sanskrit University একটি ইন্টিগ্রেটেড কোর্স চালু করেছে যার নাম Ayurveda Gurukulam। ১০ম শ্রেণি শেষ করার পর, ছাত্রছাত্রীরা Central Sanskrit University বা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারবে। প্রথম ২ বছর Intermediate-এর সমতুল্য। এখানে Sanskrit-এর সাথে সাথে মৌলিক বিজ্ঞান বিষয় (PCB – Physics, Chemistry, Biology) শেখানো হয়। পরের ৫.৫ বছরে, ছাত্রছাত্রীরা সরাসরি BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery) কোর্স করতে পারবে। এর মধ্যে ৪.৫ বছর একাডেমিক পড়াশোনা এবং ১ বছর ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত। (AI Generated Image)
advertisement
5/6
GK: Which Indian State Is Known As The Spice Garden Of India? ছাত্রের জন্য ১০ম ক্লাস পাশ করা বাধ্যতামূলক। Ayurveda-এর আসল টেক্সটগুলো Sanskrit-এ আছে। তাই এই কোর্সে Sanskrit ভাষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ৭.৫ বছর শেষ করার পর, ছাত্রকে 'Ayurvedacharya' বলা হয় এবং ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার লাইসেন্স পাওয়া যায়। (File Photo)
ছাত্রের জন্য ১০ম ক্লাস পাশ করা বাধ্যতামূলক। Ayurveda-এর আসল টেক্সটগুলো Sanskrit-এ আছে। তাই এই কোর্সে Sanskrit ভাষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ৭.৫ বছর শেষ করার পর, ছাত্রকে 'Ayurvedacharya' বলা হয় এবং ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার লাইসেন্স পাওয়া যায়। (File Photo)
advertisement
6/6
Generated image এই মেডিকেল কোর্স শেষ করার পর, সুযোগ শুধু ক্লিনিকেই সীমাবদ্ধ নয়। একজন 'Ayurveda Medical Officer' হিসেবে সরকারি এবং প্রাইভেট হাসপাতালেও কাজ করা যেতে পারে। Research and Development (R&D) এর ক্ষেত্রেও যাওয়া যেতে পারে অথবা নিজের dispensary বা wellness centre শুরু করা যেতে পারে। MD (Ayurveda) ও করা যেতে পারে। (AI Generated Image)
এই মেডিকেল কোর্স শেষ করার পর, সুযোগ শুধু ক্লিনিকেই সীমাবদ্ধ নয়। একজন 'Ayurveda Medical Officer' হিসেবে সরকারি এবং প্রাইভেট হাসপাতালেও কাজ করা যেতে পারে। Research and Development (R&D) এর ক্ষেত্রেও যাওয়া যেতে পারে অথবা নিজের dispensary বা wellness centre শুরু করা যেতে পারে। MD (Ayurveda) ও করা যেতে পারে। (AI Generated Image)
advertisement
advertisement
advertisement