Fish: পমফ্রেট দেখে জিভে জল! শরীরে কী প্রভাব ফেলে, আরেকবার খাওয়ার আগে জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Benefits of Pomfret Fish: বাড়িতে পমফ্রেট মাছ রান্না হলে অন্য কোনও পদ আর লাগে না। কিন্তু জানেন কি, পমফ্রেট শুধুই সুস্বাদু নয়, এর প্রচুর পুষ্টিগুণও আছে। সে বিষয়ে জেনে নেওয়া যাক
পমফ্রেট মাছ দামে যেমন উচ্চ তেমনই খেতেও সুস্বাদু। তবে জানেন এই মাছ এর মধ্যে কী গুনাগুন রয়েছে!এই বিষয়ে আমাদের জানিয়েছেন বিশিষ্ট ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন কোষের প্রাচীর (সেল মেমব্রেন) গঠন করতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।যাঁরা সপ্তাহে তিন দিন বা বেশি এই মাছ খান তাঁদের মস্তিষ্কের নিউরন কোষ অনেক বেশি সুগঠিত ও বেশি কর্মক্ষম।
advertisement
advertisement
পমফ্রেট মাছ ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম-সহ হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খনিজগুলির একটি ভাল উৎস। গবেষণা দেখা গিয়েছে, এই খনিজগুলি শক্তিশালী হাড় এবং দাঁতের বিকাশ এবং রক্ষণাবেক্ষণে অবদান রাখে।এই ছাড়াও হাত পা ব্যাথার মতন সমস্যা থাকলে অবশ্যই এই মাছ আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন।
advertisement
advertisement