Fish: স্বাদে ইলিশকে টেক্কা দেয় এই মাছ! প্রোটিন-ক্যালসিয়ামে ঠাঁসা নদীয়ালি এই মাছেই সুস্থ হার্ট-লিভার-কিডনি!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Fish: এলং-বোরোলি উৎসব: এই নদীর মাছ এলং। যা স্বাদে অতুলনীয়। ভোজন রসিকদের কথায় কেউ যদি একবার এলং মাছের ঝোল খেয়ে নেয় সে বোরোলির দিকে ফিরেও দেখবে না।
advertisement
advertisement
advertisement
তবে এই উৎসবে শুধু এলং মাছের পদ থাকছে এমনটা নয়, থাকবে বোরোলির ঝাল,কুচো চিংড়ির তরকারি, গুতম মাছের ঝোল সহ নানান ছোট মাছের পদ। পর্যটন ব্যবসায়ীদের কথায়, এলং মাছ সম্পর্কে পর্যটকরা বেশি কিছু জানেন না। তারা উত্তরবঙ্গ বিশেষ করে ডুয়ার্স বেড়াতে এলে নদীয়ালি মাছ হিসেবে চেনেন বোরোলি মাছকে। লাটাগুড়িতে বর্ষা এলে বোরোলি উৎসব হয়। তবে এবারে পর্যটকরা এলং মাছের সঙ্গে পরিচিত হবেন।এলং মাছ দেখতে কেমন হয় তা দেখবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভিটামিন এবং খনিজ পদার্থ: এটি ভিটামিন এ, ডি, ই এবং বি ভিটামিন যেমন B1, B2, B6, B12-এর একটি চমৎকার উৎস। এছাড়া এতে ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজও থাকে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করতে, কোলেস্টেরল কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
advertisement