30-30-3 Rule For Gut Health: মুঠোমুঠো অ্যান্টাসিড নয়, ৩০-৩০-৩ নিয়মেই গায়েব গ্যাস-অ্যাসিডিটি-পেট ফাঁপা, ভাল থাকবে লিভারও, কী এই পদ্ধতি? পড়ুন

Last Updated:
ইদানীংকালে চিকিৎসকরা গাট হেলথ উন্নত করার উপর বেশি জোর দিচ্ছেন! গবেষকরা বলছেন, মুঠোমুঠো ওষুধ খাওয়ার বদলে ৩০-৩০-৩ নিয়ম মেনে চললেই পেটের সমস্যার মোকাবিলা করা যাবে সহজে!
1/7
ফাস্ট-লাইফের সবথেকে বড় শত্রু হল পেটের সমস্যা! হজমের গণ্ডগোল, অ্যাসিড রিফ্লাক্স, ফ্যাটি লিভারের সমস্যা ঘরে-ঘরে! তাই ইদানীংকালে চিকিৎসকরা গাট হেলথ উন্নত করার উপর বেশি জোর দিচ্ছেন! গবেষকরা বলছেন, মুঠোমুঠো ওষুধ খাওয়ার বদলে ৩০-৩০-৩ নিয়ম মেনে চললেই পেটের সমস্যার মোকাবিলা করা যাবে সহজে!
ফাস্ট-লাইফের সবথেকে বড় শত্রু হল পেটের সমস্যা! হজমের গণ্ডগোল, অ্যাসিড রিফ্লাক্স, ফ্যাটি লিভারের সমস্যা ঘরে-ঘরে! তাই ইদানীংকালে চিকিৎসকরা গাট হেলথ উন্নত করার উপর বেশি জোর দিচ্ছেন! গবেষকরা বলছেন, মুঠোমুঠো ওষুধ খাওয়ার বদলে ৩০-৩০-৩ নিয়ম মেনে চললেই পেটের সমস্যার মোকাবিলা করা যাবে সহজে!
advertisement
2/7
গাট হেলথ বলতে কী বোঝায়? গাট হেলথ হল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক বা জিআই ট্র্যাকের স্বাস্থ্য। এর মধ্যে পড়ে খাদ্যনালি,পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র— সবটাই। পুষ্টি শোষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও পেট বা গাট হেলথ জড়িত। এক কথায় সুস্থ থাকার চাবিকাঠি হল ভাল গাট হেলথ আর এই গাট হেলথ উন্নত করতে আপনাকে মেনে চলতে হবে  ৩০-৩০-৩ নিয়ম! কী এই  ৩০-৩০-৩ নিয়ম?
গাট হেলথ বলতে কী বোঝায়? গাট হেলথ হল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক বা জিআই ট্র্যাকের স্বাস্থ্য। এর মধ্যে পড়ে খাদ্যনালি,পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র— সবটাই। পুষ্টি শোষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও পেট বা গাট হেলথ জড়িত। এক কথায় সুস্থ থাকার চাবিকাঠি হল ভাল গাট হেলথ আর এই গাট হেলথ উন্নত করতে আপনাকে মেনে চলতে হবে ৩০-৩০-৩ নিয়ম! কী এই ৩০-৩০-৩ নিয়ম?
advertisement
3/7
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, লিভার ভাল থাকলে বিপাকক্রিয়ার হার বাড়বে। আর সে জন্যই জরুরি ৩০-৩০-৩ নিয়ম।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, লিভার ভাল থাকলে বিপাকক্রিয়ার হার বাড়বে। আর সে জন্যই জরুরি ৩০-৩০-৩ নিয়ম।
advertisement
4/7
কী এই নিয়ম?
১) দিনের প্রথম খাবার অর্থাৎ, প্রাতরাশে অন্তত ৩০ গ্রাম প্রোটিন খেতেই হবে।
২) সারা দিনের খাবারে ৩০ গ্রামের মতো ফাইবার রাখতেই হবে। 
৩) দিনে অন্তত ৩টি প্রোবায়োটিক খেতে হবে।
কী এই নিয়ম?১) দিনের প্রথম খাবার অর্থাৎ, প্রাতরাশে অন্তত ৩০ গ্রাম প্রোটিন খেতেই হবে।২) সারা দিনের খাবারে ৩০ গ্রামের মতো ফাইবার রাখতেই হবে।৩) দিনে অন্তত ৩টি প্রোবায়োটিক খেতে হবে।
advertisement
5/7
সকালে প্রোটিন কেন দরকার? 
ডায়াটেশিয়ানদের মতে, সকালে প্রোটিন খেলে শরীরের মেটাবলিজমের হার উন্নত হয় এবং এনাজ্জিঋ ভারসাম্য বজায় থাকে।  প্রোটিন শক্তিশালী ম্যাক্রোনিউট্রিয়েন্ট। সকালে প্রোটিন খেলে খিদে বাড়ানোর হরমোন ঘ্রেলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে ঘন ঘন খিদে পাওয়া ও মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যায়। সকালে প্রোটিন খেলে সারাদিন পেট ফুলে থাকার সমস্যার বোকাবিলাও হয়। প্রোটিন শরীরে গ্লুটামিনের মতো অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, যা অন্ত্রের প্রাচীরকে মেরামত ও শক্তিশালী করে, ফলে “লিকি গাট” বা অন্ত্রের ক্ষতির ঝুঁকি কমে। তাছাড়া, প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার সমস্যা রোধ করে। ৩০ গ্রাম প্রোটিন পেশি গঠনের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়।
সকালে প্রোটিন কেন দরকার?ডায়াটেশিয়ানদের মতে, সকালে প্রোটিন খেলে শরীরের মেটাবলিজমের হার উন্নত হয় এবং এনাজ্জিঋ ভারসাম্য বজায় থাকে। প্রোটিন শক্তিশালী ম্যাক্রোনিউট্রিয়েন্ট। সকালে প্রোটিন খেলে খিদে বাড়ানোর হরমোন ঘ্রেলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে ঘন ঘন খিদে পাওয়া ও মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যায়। সকালে প্রোটিন খেলে সারাদিন পেট ফুলে থাকার সমস্যার বোকাবিলাও হয়। প্রোটিন শরীরে গ্লুটামিনের মতো অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে, যা অন্ত্রের প্রাচীরকে মেরামত ও শক্তিশালী করে, ফলে “লিকি গাট” বা অন্ত্রের ক্ষতির ঝুঁকি কমে। তাছাড়া, প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার সমস্যা রোধ করে। ৩০ গ্রাম প্রোটিন পেশি গঠনের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়।
advertisement
6/7
সারাদিন ফাইবার কেন খাবেন? অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। দিনভর ফাইবার খেলে পেট ফাঁপা বা ব্লোটিং-এর সমস্যা এড়ানো যায়। অবশ্যই পর্যাপ্ত জল খেতে হবে।
সারাদিন ফাইবার কেন খাবেন?অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। দিনভর ফাইবার খেলে পেট ফাঁপা বা ব্লোটিং-এর সমস্যা এড়ানো যায়। অবশ্যই পর্যাপ্ত জল খেতে হবে।
advertisement
7/7
প্রোবায়োটিকস-- গাটের প্রিয় বন্ধু হল প্রোবায়োটিকস! আজকাল কম্বুচা, কেফির, কিমচি-র মতো প্রোবায়োটিকস আলোচনার কেন্দ্রে। এগুলো হল ফারমেন্টেড খাবার, যা অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে কার্যকর। প্রোবায়োটিকস যদি এমন খাবারের সঙ্গে খাওয়া হয় যাতে ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি রয়েছে, তাহলে আরও বেশি উপকারী  ব্যাকটেরিয়া পাকস্থলীর অ্যাসিডে নষ্ট না হয়ে অন্ত্রে পৌঁছাতে পারবে। তাই প্রোবায়োটিক খাওয়ার আদর্শ সময় হল ব্রেকফাস্ট ও লাঞ্চ।
প্রোবায়োটিকস-- গাটের প্রিয় বন্ধু হল প্রোবায়োটিকস! আজকালকম্বুচা, কেফির, কিমচি-র মতো প্রোবায়োটিকস আলোচনার কেন্দ্রে। এগুলো হল ফারমেন্টেড খাবার, যা অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে কার্যকর। প্রোবায়োটিকস যদি এমন খাবারের সঙ্গে খাওয়া হয় যাতে ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি রয়েছে, তাহলে আরও বেশি উপকারী ব্যাকটেরিয়া পাকস্থলীর অ্যাসিডে নষ্ট না হয়ে অন্ত্রে পৌঁছাতে পারবে। তাই প্রোবায়োটিক খাওয়ার আদর্শ সময় হল ব্রেকফাস্ট ও লাঞ্চ।
advertisement
advertisement
advertisement