ফ্যাটি লিভার এখন অন্যতম কঠিন লাইফস্টাইল ডিজিজ৷ এই সমস্যায় এখন বহু মানুষ ভুগছেন৷ লিভারে অতিরিক্ত চর্বি জমলে ফ্যাটি লিভারের রোগ হয়। কিন্তু এই রোগের চিকিৎসা না করালে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে। আবার ফ্যাটি লিভারের দু'রকম ভাগও রয়েছে। একটি হল অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অন্যটি নন-অ্যালকোহোলিক ফ্যাটি লিভার। এর প্রধান কারণ খারাপ খাদ্যাভ্যাস ও অনিয়মিত দৈনন্দিন জীবন। আপনিও নেই তো তাদের মধ্যে? সাবধান থাকতে জেনে নিন ফ্যাটি লিভারের সমস্যার লক্ষণগুলো৷