Durga Puja 2021 | Fashion Tips: এবার পুজোয় কোন দিন কেমন সাজবেন? রইল ছকভাঙার টিপস

Last Updated:
জেনে নেওয়া যাক, ষষ্ঠী থেকে দশমী- পুজোর এই পাঁচ দিনে কেমন সাজগোজ করা যেতে পারে৷ (Durga Puja 2021 | Fashion Tips)
1/6
পুজো (Durga Puja) মানেই সাজগোজ, কেনাকাটা, খাওয়াদাওয়া-আড্ডা আর প্যান্ডেল হপিং (Durga Puja 2021 | Fashion Tips)৷ পুজোর কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় এক-এক দিনের প্ল্যানিং৷ কোন রেস্তোরাঁয় যাওয়া হবে, কী খাওয়া হবে, কোন দিন কেমন সাজ হবে- এ সবই বহু আগে থেকেই শুরু হয়ে যায় (Durga Puja 2021 | Fashion Tips)৷ তবে মেয়েদের বোধহয় সব থেকে বেশি সমস্যা হয় কোন দিনে কেমন সাজ হবে, সেটা নিয়েই৷ আসলে বেশির ভাগ মানুষই ভেবে থাকে যে, মেয়েদের তো আর সাজগোজ নিয়ে কোনও ঝামেলা নেই! কারণ মেয়েদের জন্য তো পোশাকের অঢেল অপশন (Durga Puja 2021 | Fashion Tips)! তবে এটা ভুললে চলবে না যে, বেশি অপশন মানেই গোলমাল৷ কারণ কোন দিন কোনটা পরা হবে, সেটা ঠিক করতেই সময় গড়িয়ে যায়৷ তাই জেনে নেওয়া যাক, ষষ্ঠী থেকে দশমী- পুজোর এই পাঁচ দিনে কেমন সাজগোজ করা যেতে পারে৷
পুজো (Durga Puja) মানেই সাজগোজ, কেনাকাটা, খাওয়াদাওয়া-আড্ডা আর প্যান্ডেল হপিং (Durga Puja 2021 | Fashion Tips)৷ পুজোর কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় এক-এক দিনের প্ল্যানিং৷ কোন রেস্তোরাঁয় যাওয়া হবে, কী খাওয়া হবে, কোন দিন কেমন সাজ হবে- এ সবই বহু আগে থেকেই শুরু হয়ে যায় (Durga Puja 2021 | Fashion Tips)৷ তবে মেয়েদের বোধহয় সব থেকে বেশি সমস্যা হয় কোন দিনে কেমন সাজ হবে, সেটা নিয়েই৷ আসলে বেশির ভাগ মানুষই ভেবে থাকে যে, মেয়েদের তো আর সাজগোজ নিয়ে কোনও ঝামেলা নেই! কারণ মেয়েদের জন্য তো পোশাকের অঢেল অপশন (Durga Puja 2021 | Fashion Tips)! তবে এটা ভুললে চলবে না যে, বেশি অপশন মানেই গোলমাল৷ কারণ কোন দিন কোনটা পরা হবে, সেটা ঠিক করতেই সময় গড়িয়ে যায়৷ তাই জেনে নেওয়া যাক, ষষ্ঠী থেকে দশমী- পুজোর এই পাঁচ দিনে কেমন সাজগোজ করা যেতে পারে৷
advertisement
2/6
ষষ্ঠীতে রঙিন:  ষষ্ঠী মানেই মায়ের বোধন৷ অর্থাৎ পুজো শুরু৷ তাই উৎসবের প্রথম দিনটাতে বেশ ঝলমলে রঙে সেজে উঠতে হবে৷ আজকাল পাফ-স্লিভ বেশ ফ্যাশনে ইন৷ তাই পছন্দমতো বেছে নেওয়া যায় পাফ-স্লিভওয়ালা ড্রেস৷ উজ্জ্বল রঙের উপর ক্যোয়ার্কি প্রিন্ট হলে মন্দ হয় না! অথবা পাফ-স্লিভ ব্লাউজের সঙ্গে হাঁটু পর্যন্ত ঝুলের রংচঙে স্কার্ট, অথবা অ্যাসিমেট্রিক স্কার্টও বাছা যেতে পারে৷ এই লুকে থাকবে আধুনিকতার ছোঁয়া এবং দেখতেও বেশ স্মার্ট লাগবে৷ তবে শাড়ি সবসময় হিট।
ষষ্ঠীতে রঙিন: ষষ্ঠী মানেই মায়ের বোধন৷ অর্থাৎ পুজো শুরু৷ তাই উৎসবের প্রথম দিনটাতে বেশ ঝলমলে রঙে সেজে উঠতে হবে৷ আজকাল পাফ-স্লিভ বেশ ফ্যাশনে ইন৷ তাই পছন্দমতো বেছে নেওয়া যায় পাফ-স্লিভওয়ালা ড্রেস৷ উজ্জ্বল রঙের উপর ক্যোয়ার্কি প্রিন্ট হলে মন্দ হয় না! অথবা পাফ-স্লিভ ব্লাউজের সঙ্গে হাঁটু পর্যন্ত ঝুলের রংচঙে স্কার্ট, অথবা অ্যাসিমেট্রিক স্কার্টও বাছা যেতে পারে৷ এই লুকে থাকবে আধুনিকতার ছোঁয়া এবং দেখতেও বেশ স্মার্ট লাগবে৷ তবে শাড়ি সবসময় হিট।
advertisement
3/6
সপ্তমীতে মিক্স অ্যান্ড ম্যাচ:  সপ্তমীর দিনে ট্রাই করে দেখা যায় ফিউশন লুক৷ এক ধরনের পোশাকের সঙ্গে অন্য ধরনের পোশাক মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নেওয়া যেতে পারে৷ আর আমাদের পরামর্শ, ট্রাই করে দেখতে পারেন জালের কাজের কিমোনো টপ অথবা কেপ বা জ্যাকেটওয়ালা জাম্পস্যুট৷ এই ধরনের পোশাক আরামদায়ক হয়, সেই সঙ্গে এই পোশাক সকলের নজরও কাড়বে৷
সপ্তমীতে মিক্স অ্যান্ড ম্যাচ: সপ্তমীর দিনে ট্রাই করে দেখা যায় ফিউশন লুক৷ এক ধরনের পোশাকের সঙ্গে অন্য ধরনের পোশাক মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নেওয়া যেতে পারে৷ আর আমাদের পরামর্শ, ট্রাই করে দেখতে পারেন জালের কাজের কিমোনো টপ অথবা কেপ বা জ্যাকেটওয়ালা জাম্পস্যুট৷ এই ধরনের পোশাক আরামদায়ক হয়, সেই সঙ্গে এই পোশাক সকলের নজরও কাড়বে৷
advertisement
4/6
অষ্টমীর শাড়িতে মোহময়ী:  অষ্টমীতে মেয়েরা অঞ্জলি দেবে আর শাড়ি পরবে না- তা কি কখনও হয়! তাই অষ্টমী মানেই মেয়েরা শাড়িতে আর ছেলেরা পাঞ্জাবিতে৷ দুর্গাপুজোর অষ্টমী আসলে একটা নস্ট্যালজিয়া আর শাড়ি-পাঞ্জাবি যেন একটা চিরন্তন জুটি! তাই অষ্টমীর সকালে পুজো প্যাণ্ডেলেই হোক অথবা সন্ধ্যের আড্ডায়- সব জায়গায় শাড়িরই জয়-জয়কার! অঞ্জলির জন্য বাংলার তাঁত অথবা খাদি অথবা জামদানি বেছে নেওয়া যেতেই পারে৷ আর রাতের জন্য বিভিন্ন সিল্ক শাড়ির অপশন তো আছেই- ইক্কত সিল্ক, অজরখ সিল্ক, দক্ষিণ ভারতীয় সিল্ক প্রভৃতি৷ শাড়ির সঙ্গে মানানসই সাজ এবং গয়না৷ ব্যস্, আর কী! জমে যাবে অষ্টমীর লুক!
অষ্টমীর শাড়িতে মোহময়ী: অষ্টমীতে মেয়েরা অঞ্জলি দেবে আর শাড়ি পরবে না- তা কি কখনও হয়! তাই অষ্টমী মানেই মেয়েরা শাড়িতে আর ছেলেরা পাঞ্জাবিতে৷ দুর্গাপুজোর অষ্টমী আসলে একটা নস্ট্যালজিয়া আর শাড়ি-পাঞ্জাবি যেন একটা চিরন্তন জুটি! তাই অষ্টমীর সকালে পুজো প্যাণ্ডেলেই হোক অথবা সন্ধ্যের আড্ডায়- সব জায়গায় শাড়িরই জয়-জয়কার! অঞ্জলির জন্য বাংলার তাঁত অথবা খাদি অথবা জামদানি বেছে নেওয়া যেতেই পারে৷ আর রাতের জন্য বিভিন্ন সিল্ক শাড়ির অপশন তো আছেই- ইক্কত সিল্ক, অজরখ সিল্ক, দক্ষিণ ভারতীয় সিল্ক প্রভৃতি৷ শাড়ির সঙ্গে মানানসই সাজ এবং গয়না৷ ব্যস্, আর কী! জমে যাবে অষ্টমীর লুক!
advertisement
5/6
নবমীতে ছকভাঙা:  নবমী মানেই পুজোর শেষ দিন৷ তাই এই দিনটায় চুটিয়ে আনন্দ করে নিতে হবে৷ পুজোর শেষ ক্ষণে এসে বেছে নেওয়া যায় সালোয়ার স্যুট৷ আজকাল বিভিন্ন ধরনের প্যাটার্ন এবং ডিজাইনের সালোয়ার স্যুট ভীষণ ইন৷ আবার যদি সালোয়ার স্যুট পছন্দসই খুঁজে না-পাওয়া যায়, তা হলে বেশ জমকালো একটা কুর্তি কিনে নেওয়া যেতে পারে৷ আর তার সঙ্গে মানানসই প্যান্ট বা ট্রাউজার আর ওড়না নিয়ে নিলেই সাজ কমপ্লিট৷ অনেকেই আবার স্কার্ট পরতে পছন্দ করেন৷ তাঁরা ট্র্যাডিশনাল ডিজাইনের বড় ঘেরওয়ালা লং স্কার্ট কিনে ফেলতে পারেন৷ আর তার সঙ্গে মানানসই ক্রপ টপ বেছে নিতে পারেন৷ স্মোকি আই আর ছিমছাম গয়নায় এ ভাবেই হয়ে উঠতে পারেন মোহময়ী৷
নবমীতে ছকভাঙা: নবমী মানেই পুজোর শেষ দিন৷ তাই এই দিনটায় চুটিয়ে আনন্দ করে নিতে হবে৷ পুজোর শেষ ক্ষণে এসে বেছে নেওয়া যায় সালোয়ার স্যুট৷ আজকাল বিভিন্ন ধরনের প্যাটার্ন এবং ডিজাইনের সালোয়ার স্যুট ভীষণ ইন৷ আবার যদি সালোয়ার স্যুট পছন্দসই খুঁজে না-পাওয়া যায়, তা হলে বেশ জমকালো একটা কুর্তি কিনে নেওয়া যেতে পারে৷ আর তার সঙ্গে মানানসই প্যান্ট বা ট্রাউজার আর ওড়না নিয়ে নিলেই সাজ কমপ্লিট৷ অনেকেই আবার স্কার্ট পরতে পছন্দ করেন৷ তাঁরা ট্র্যাডিশনাল ডিজাইনের বড় ঘেরওয়ালা লং স্কার্ট কিনে ফেলতে পারেন৷ আর তার সঙ্গে মানানসই ক্রপ টপ বেছে নিতে পারেন৷ স্মোকি আই আর ছিমছাম গয়নায় এ ভাবেই হয়ে উঠতে পারেন মোহময়ী৷
advertisement
6/6
দশমীতে আটপৌরে সাজ:  দশমী মানেই চোখের জলে মা-কে বিদায় জানানোর পালা৷ কিন্তু তার আগে তো সিঁদুর-খেলা হবে না কি! আর দশমীর সিঁদুর খেলা মানেই লাল-পাড় সাদা শাড়ি৷ আসলে প্রতিটা বাঙালি মেয়ের কাছে দুর্গাপুজো লাল-পাড় সাদা শাড়ি ছাড়া কার্যত অসম্পূর্ণ৷ তাই দশমীর দিন লাল পেড়ে সাদা গরদ বেছে নেওয়া যেতে পারে৷ তবে যাঁরা গরদের শাড়ি পরতে চান না, তাঁরা সরু লাল-পাড়ের হালকা সুতির শাড়ি পরতে পারেন৷ চুলে থাকুক নিচু খোঁপা, কপালে লাল টিপ আর নাকে বড় নথ৷ দশমীর সাজে এভাবেই নজর কাড়া যেতে পারে৷
দশমীতে আটপৌরে সাজ: দশমী মানেই চোখের জলে মা-কে বিদায় জানানোর পালা৷ কিন্তু তার আগে তো সিঁদুর-খেলা হবে না কি! আর দশমীর সিঁদুর খেলা মানেই লাল-পাড় সাদা শাড়ি৷ আসলে প্রতিটা বাঙালি মেয়ের কাছে দুর্গাপুজো লাল-পাড় সাদা শাড়ি ছাড়া কার্যত অসম্পূর্ণ৷ তাই দশমীর দিন লাল পেড়ে সাদা গরদ বেছে নেওয়া যেতে পারে৷ তবে যাঁরা গরদের শাড়ি পরতে চান না, তাঁরা সরু লাল-পাড়ের হালকা সুতির শাড়ি পরতে পারেন৷ চুলে থাকুক নিচু খোঁপা, কপালে লাল টিপ আর নাকে বড় নথ৷ দশমীর সাজে এভাবেই নজর কাড়া যেতে পারে৷
advertisement
advertisement
advertisement