Family Day Trip: শহরের কোলাহল থেকে দূরে, এক ফালি শান্তির খোঁজে চলে যান কলকাতার কাছেই এই গোপন স্পটে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Day Trip: কলকাতার কাছেই প্রকৃতির মাঝে শান্ত সময় কাটাতে চান? বসিরহাটের মালতিপুর বাবলাতলা হতে পারে আপনার আদর্শ গন্তব্য। এখানে নদী, খাঁড়ি আর বাবলা গাছের নীরব প্রকৃতি মনকে শান্ত করে তোলে।
পুজোর ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা শান্ত সময় কাটাতে চাইলে দূরে কোথাও না গিয়ে কলকাতার কাছেই পেয়ে যাবেন মনোরম এক গন্তব্য। শহরের কোলাহল, ধোঁয়া আর ভিড়ভাট্টা থেকে মুক্তি পেতে প্রিয়জনের সঙ্গে কয়েক ঘণ্টার একান্ত নিরিবিলি মুহূর্ত উপভোগের জন্য উত্তর ২৪ পরগনার বসিরহাটের মালতিপুর বাবলাতলা এলাকা হয়ে উঠছে ক্রমশ জনপ্রিয়।
advertisement
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেওয়ার মতো। নদী থেকে বেরিয়ে আসা সরু এক খাঁড়ি ধীরে বয়ে গেছে গ্রামের বুক চিরে। সেই খাঁড়ির পাশে সবুজের ছায়া আর নীরব প্রকৃতি ভ্রমণকারীর মনে এনে দেয় অন্য রকম প্রশান্তি। নদী ও খাঁড়ির জল একে অপরের সঙ্গে মিশে তৈরি করেছে এক অপূর্ব আবহ, যা নিঃসন্দেহে মুগ্ধ করবে যে কোনও প্রকৃতিপ্রেমীকে।
advertisement
advertisement
advertisement
advertisement