Fake Ghee and Real Ghee: অনেক দাম দিয়ে ঘি কিনছেন! জানছেন কি তাতেও আটকাতে পারছেন না ভেজাল ঘি, চিনে নিন বাড়ির কৌটোয় রাখা ঘি আসল নাকি নকল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Fake Ghee and Real Ghee: সাবধান! মুর্শিদাবাদে তৈরি হচ্ছে ভেজাল ঘি, সঠিক ঘি চেনার উপায়
advertisement
advertisement
বিশেষ সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা ফুড সেফটি দফতরের আধিকারিক ও ডিস্ট্রিক্ট ইনফরমেন্ট ব্রাঞ্চ ( DEB) একটি টিম ও বেলডাঙা থানার পুলিশ যৌথভাবে বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের মহুলা এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে ১২ নম্বর জাতীয় সড়ক লোগোয়া সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে অভিযান করে। সেই বাড়িতে কর্মকাণ্ড দেখে রীতিমত হতবাক তদন্তকারী অফিসাররা।
advertisement
advertisement
বহরমপুরের সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, "প্রয়োজনীয় আইনি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর সেই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যা কিছু সিজ করার তা সিজ করা হবে।" বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়ায় জানান, নকল ঘি তৈরির জন্য যা কিছু সরঞ্জাম বা ম্যাটারিয়াল সমস্ত কিছুই বা নিচে তার ভিত্তিতে তদন্ত চালিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।" আইনি ব্যবস্থা যাই হোক মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে মানুষ যদি না চলে তাহলে সমাজব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে।
advertisement
advertisement
advertisement