Teeth Care in Winter: শীতের সঙ্গেই বাড়ে দাঁতের কনকনানি, এই সময় 'এভাবে' সতর্ক না হলে রাতবিরেতে সমস্যায় পড়বেন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
West Medinipur News: শীতকালে দাঁতের সামান্য সমস্যা উপেক্ষা না করে প্রয়োজনে দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত দাঁত পরীক্ষা করালে বড় সমস্যা হওয়ার আগেই তা ধরা পড়ে।
শীতকাল এলেই অনেকের দাঁত ও মাড়ির সমস্যা বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়ায় দাঁতে শিরশির ভাব, মাড়ি ফুলে যাওয়া বা রক্তপাতের মতো সমস্যা বেশি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, শীতে রক্ত সঞ্চালন কমে যাওয়া এবং মুখের ভেতর শুষ্কতা বেড়ে যাওয়ার কারণেই এই ধরনের সমস্যা বাড়ে। তাই শীতকালে দাঁতের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
দাঁতের সংবেদনশীলতা কমাতে নিয়মিত দিনে অন্তত দু’বার ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজা প্রয়োজন। খুব ঠান্ডা জল দিয়ে দাঁত না মাজার পরামর্শ দিচ্ছেন দন্তচিকিৎসকেরা। তার বদলে হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করা ভালো। এছাড়াও শক্ত ব্রাশের পরিবর্তে নরম ব্রাশ ব্যবহার করলে মাড়ির ক্ষতি কম হয়।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
খাদ্যাভ্যাসের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার। অতিরিক্ত মিষ্টি, চকলেট বা ঠান্ডা পানীয় দাঁতের ক্ষতি করতে পারে। শীতকালে পিঠে-পুলি বা মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়া হলেও দাঁত পরিষ্কার রাখার দিকে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। খাবার খাওয়ার পর কুলি করা বা প্রয়োজনে ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার হয়।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
advertisement









