Traveling with your Pet: পোষ্যকে ছেড়ে আপনি ভ্রমণে যেতে কষ্ট হয়? তাহলে এই নিয়মগুলো মেনে নিয়ে যান ওকে

Last Updated:
Traveling with your Pet: নতুন জায়গা ঘুরতে গেলে আপনার পোষ্যটিও খুশি হবে। আপনার পোষ্যকে নিয়ে যেতে হলে এই কয়েকটি নিয়ম মেনে চললেই পাবেন সব সমস্যার মুশকিল-আসান
1/5
advertisement
2/5
১) আপনার পোষা প্রাণীর যে কোনও স্ক্র্যাপ বা স্ক্র্যাচ মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। ফলে ভ্রমণের সময়ে ফার্স এইড নিতেই হবে। আপনার পোষা প্রাণীর পশু চিকিৎসক অ্যালার্জি, জ্বর বা প্রয়োজনীয় টিকা দেওয়ার জন্য যে ওষুধের নির্দেশ দিয়েছে, সবগুলোই বহন করতে হবে।
১) আপনার পোষা প্রাণীর যে কোনও স্ক্র্যাপ বা স্ক্র্যাচ মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। ফলে ভ্রমণের সময়ে ফার্স এইড নিতেই হবে। আপনার পোষা প্রাণীর পশু চিকিৎসক অ্যালার্জি, জ্বর বা প্রয়োজনীয় টিকা দেওয়ার জন্য যে ওষুধের নির্দেশ দিয়েছে, সবগুলোই বহন করতে হবে।
advertisement
3/5
২) পোর্টেবল লিটার বক্স নিতে হবে সঙ্গে। রাস্তাঘাটে প্রস্রাব করার জন্য এই ব্যবস্থা অবশ্যই প্রয়োজন।
২) পোর্টেবল লিটার বক্স নিতে হবে সঙ্গে। রাস্তাঘাটে প্রস্রাব করার জন্য এই ব্যবস্থা অবশ্যই প্রয়োজন।
advertisement
4/5
৩) আপনার পোষ্যর তো নির্দিষ্ট একটি খেলার সময় রয়েছে। তারজন্য খেলনা বহন করতে হবে।
৩) আপনার পোষ্যর তো নির্দিষ্ট একটি খেলার সময় রয়েছে। তারজন্য খেলনা বহন করতে হবে।
advertisement
5/5
৪) আইডেনটিটি ট্যাগ বহন করুন। সবসময় আপনার পোষ্যর গায়ে লাগিয়ে রাখুন। সেখানে আপনার ফোন নাম্বারও দিয়ে রাখবেন। ফলে হঠাৎ হারিয়ে গেলেও আপনার পোষ্যকে খুঁজে পাওয়া সহজ হবে আপনার।
৪) আইডেনটিটি ট্যাগ বহন করুন। সবসময় আপনার পোষ্যর গায়ে লাগিয়ে রাখুন। সেখানে আপনার ফোন নাম্বারও দিয়ে রাখবেন। ফলে হঠাৎ হারিয়ে গেলেও আপনার পোষ্যকে খুঁজে পাওয়া সহজ হবে আপনার।
advertisement
advertisement
advertisement