Electric Bill Saving Tips: গরমে AC চালিয়ে পকেট খালি...? একদম কম আসবে ইলেকট্রিক বিল! এই ৫ টিপস মোক্ষম! ছোট্ট কাজেই কেল্লাফতে

Last Updated:
Electric Bill Saving Tips: লাগাতার ঘরে ঘরে এসি চালিয়ে আপনারও কি প্রচুর ইলেকট্রিক বিল আসছে? তাহলে কয়েকটি বিষয় আপনার জেনে রাখা দরকার।
1/10
লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। তাপপ্রবাহে গ্রীষ্মের শুরুতেই নাজেহাল হাল। আর গরম থেকে মুক্তি পেতে ফ্যান আর এসি’র ব্যবহারও বাড়ছে। এই সময়ে বিদ্যুতের খরচ বাঁচাতে কী কী করবেন? জেনে নিন নিয়ম।
লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। তাপপ্রবাহে গ্রীষ্মের শুরুতেই নাজেহাল হাল। আর গরম থেকে মুক্তি পেতে ফ্যান আর এসি’র ব্যবহারও বাড়ছে। এই সময়ে বিদ্যুতের খরচ বাঁচাতে কী কী করবেন? জেনে নিন নিয়ম।
advertisement
2/10
আবহাওয়া দফতরের সতর্কতা, আরও বাড়বে গরমের দাপট। আর খবর শুনে মাথায় হাত পড়ছে গৃহস্থের। কারণ এই অবস্থায় বাড়িতেই এসি না চালালেই নয়। কিন্তু বিদ্যুৎ খরচের দিকটাও মাথায় রাখতে হবে!
আবহাওয়া দফতরের সতর্কতা, আরও বাড়বে গরমের দাপট। আর খবর শুনে মাথায় হাত পড়ছে গৃহস্থের। কারণ এই অবস্থায় বাড়িতেই এসি না চালালেই নয়। কিন্তু বিদ্যুৎ খরচের দিকটাও মাথায় রাখতে হবে!
advertisement
3/10
লাগাতার ঘরে ঘরে এসি চালিয়ে আপনারও কি প্রচুর ইলেকট্রিক বিল আসছে? তাহলে কয়েকটি বিষয় আপনার জেনে রাখা দরকার।
লাগাতার ঘরে ঘরে এসি চালিয়ে আপনারও কি প্রচুর ইলেকট্রিক বিল আসছে? তাহলে কয়েকটি বিষয় আপনার জেনে রাখা দরকার।
advertisement
4/10
কীভাবে এসি চালিয়েও বিদ্যুতের বিল কম রাখতে পারেন? তার জন্য ৫টি বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। এখানে রইল সেই পাঁচটি জিনিস।
কীভাবে এসি চালিয়েও বিদ্যুতের বিল কম রাখতে পারেন? তার জন্য ৫টি বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। এখানে রইল সেই পাঁচটি জিনিস।
advertisement
5/10
কখনই প্রচণ্ড কম তাপমাত্রায় এসি রাখবেন না: এয়ার কন্ডিশনারের তাপমাত্রা খুব কমিয়ে দিলে বিল বেশিই আসবে। তাই তাপমাত্রা খুব বেশি কমাবেন না। ২৬-২৭ ডিগ্রিতে রেখে এসি চালান। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। সাশ্রয় সবে বিদ্যুৎ বিলে।
কখনই প্রচণ্ড কম তাপমাত্রায় এসি রাখবেন না: এয়ার কন্ডিশনারের তাপমাত্রা খুব কমিয়ে দিলে বিল বেশিই আসবে। তাই তাপমাত্রা খুব বেশি কমাবেন না। ২৬-২৭ ডিগ্রিতে রেখে এসি চালান। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। সাশ্রয় সবে বিদ্যুৎ বিলে।
advertisement
6/10
এসি চালানোর সময় টাইমার দিন: দেখা যায় আমরা এসি চালিয়ে নির্দিষ্ট তাপমাত্রা সেট করে ভুলেই যাই বেশিরভাগ ক্ষেত্রে। এখানেই বিরাট গণ্ডগোল।
এসি চালানোর সময় টাইমার দিন: দেখা যায় আমরা এসি চালিয়ে নির্দিষ্ট তাপমাত্রা সেট করে ভুলেই যাই বেশিরভাগ ক্ষেত্রে। এখানেই বিরাট গণ্ডগোল।
advertisement
7/10
এসি চালানোর পর টাইমার দেওয়া জরুরি। এতে বিল বেশি আসবে। সারারাত এসি চলে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেয়। ১ থেকে ২ ঘণ্টার টাইমার লাগালে এসি নিজে থেকেই পরে বন্ধ হয়ে যায়।
এসি চালানোর পর টাইমার দেওয়া জরুরি। এতে বিল বেশি আসবে। সারারাত এসি চলে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেয়। ১ থেকে ২ ঘণ্টার টাইমার লাগালে এসি নিজে থেকেই পরে বন্ধ হয়ে যায়।
advertisement
8/10
নিয়মিত সার্ভিসিং করান: সার্ভিসিং না করালেও বিল বাড়ে। এসি মাঝে মাঝে সার্ভিসিং করিয়ে নেওয়া জরুরি।‌ এতে যন্ত্রটি আরও ভালো কাজ করে‌। বিদ্যুতও বেশি লাগে না।
নিয়মিত সার্ভিসিং করান: সার্ভিসিং না করালেও বিল বাড়ে। এসি মাঝে মাঝে সার্ভিসিং করিয়ে নেওয়া জরুরি।‌ এতে যন্ত্রটি আরও ভালো কাজ করে‌। বিদ্যুতও বেশি লাগে না।
advertisement
9/10
সঙ্গে সিলিং ফ্যান চালান: অনেকেই এসি চালান‌। কিন্তু তার সঙ্গে ফ্যান চালান না। সিলিং ফ্যান অফ না করে সেটিও একসঙ্গে চালিয়ে দেওয়া উচিত। এতে ঘর দ্রুত ঠান্ডা হয়ে যায়‌। ফলে তাড়াতাড়ি এসি অফ করে দেওয়া যায়। ঘর ঠান্ডা থাকে।
সঙ্গে সিলিং ফ্যান চালান: অনেকেই এসি চালান‌। কিন্তু তার সঙ্গে ফ্যান চালান না। সিলিং ফ্যান অফ না করে সেটিও একসঙ্গে চালিয়ে দেওয়া উচিত। এতে ঘর দ্রুত ঠান্ডা হয়ে যায়‌। ফলে তাড়াতাড়ি এসি অফ করে দেওয়া যায়। ঘর ঠান্ডা থাকে।
advertisement
10/10
সোলার এনার্জি ব্যবহার: সোলার এনার্জিতে এসি চললে উপকার দারুণ। যদিও প্রাথমিকভাবে এই যন্ত্র কেনার খরচ একটু বেশি। তবে আদতে লাভ কিন্তু আপনারই। ধা ধা করে কমবে বিদ্যুতের বিল। পকেটের স্বস্তি মন ভাল করে দেবেই।
সোলার এনার্জি ব্যবহার: সোলার এনার্জিতে এসি চললে উপকার দারুণ। যদিও প্রাথমিকভাবে এই যন্ত্র কেনার খরচ একটু বেশি। তবে আদতে লাভ কিন্তু আপনারই। ধা ধা করে কমবে বিদ্যুতের বিল। পকেটের স্বস্তি মন ভাল করে দেবেই।
advertisement
advertisement
advertisement