রোজ খান এই ৭ খাবার, যৌনক্ষমতা বাড়বে ম্যাজিকের মতো
- Published by:Amrit Halder
- news18 bangla
Last Updated:
২/ প্রতিদিন ফল খেতে হবে। দেশি টক ফল খেতে পারেন। লেবু, বাতাবি লেবু, কমলা লেবু, মাল্টা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ ফল প্রয়োজন প্রতিদিন। গরমের দিনে খাবেন তরমুজ। তরমুজে রয়েছে মহা উপকারী এক রাসায়নিক সিট্রুলিন; পুরুষের জন্য যার ভূমিকা সর্বজন স্বীকৃত। দেশি জাম, বিদেশি স্ট্রবেরি ইত্যাদি ফলেও রয়েছে এ ধরনের গুণাবলী। ছবি: পিক্সঅ্যাবে ৷
৬/ নিয়মিত বাদাম খাওয়া খুব ভাল একটা অভ্যাস। বাদামের তেল রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে। এটা পুরুষদের জন্য খুব উপকারী। দেশি বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি যে কোনও বাদামেই এই উপকার পাবেন। বাদামে আরও রয়েছে ভিটামিন ই যার সুনাম রয়েছে বার্ধক্যের সঙ্গে যুদ্ধে। ছবি: পিক্সঅ্যাবে ৷