Durga Puja: 'ঘরের কাছেই রাজস্থান', পুরুলিয়াতে বসেই ঘুরে নিন মেরুশহর

Last Updated:
চকবাজার ষোলোআনা কমিটি ও শক্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে ২২৫ বছরের পুজোর থিম 'ঘরের কাছে রাজস্থান'। এখানে তৈরি করা হয়েছে হাওয়া মহল, জলমহল-সহ রাজস্থানের নানা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র
1/5
পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে অন্যতম দুর্গোৎসব। সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী। ‌
পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে অন্যতম দুর্গোৎসব। সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী। ‌
advertisement
2/5
চকবাজার ষোলোআনা কমিটি ও শক্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে ২২৫ বছরের পুজোর থিম 'ঘরের কাছে রাজস্থান'। এখানে তৈরি করা হয়েছে হাওয়া মহল, জলমহল-সহ রাজস্থানের নানা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
চকবাজার ষোলোআনা কমিটি ও শক্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে ২২৫ বছরের পুজোর থিম 'ঘরের কাছে রাজস্থান'। এখানে তৈরি করা হয়েছে হাওয়া মহল, জলমহল-সহ রাজস্থানের নানা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র
advertisement
3/5
পুজো কমিটির সদস্যরা বলেন, তাদের থিম জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দূর-দূরান্ত থেকে মানুষের সমাগম হচ্ছে প্রতিদিন। ‌২২৫ বছরে তারা চমক লাগিয়ে দিয়েছেন। বিগত দু-মাস ধরে প্রস্তুতি নিয়েছেন এই পুজোর।
পুজো কমিটির সদস্যরা বলেন, তাদের থিম জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দূর-দূরান্ত থেকে মানুষের সমাগম হচ্ছে প্রতিদিন। ‌২২৫ বছরে তারা চমক লাগিয়ে দিয়েছেন। বিগত দু-মাস ধরে প্রস্তুতি নিয়েছেন এই পুজোর।
advertisement
4/5
 পুজো মণ্ডপে আসা দর্শনার্থী অনামিকা সাহা জানান, চকবাজারের এই থিম তার খুবই ভালো লেগেছে। শহরের অন্যান্য পুজোগুলির মধ্যে এই পুজো নজর কেড়েছে।
পুজো মণ্ডপে আসা দর্শনার্থী অনামিকা সাহা জানান, চকবাজারের এই থিম তার খুবই ভালো লেগেছে। শহরের অন্যান্য পুজোগুলির মধ্যে এই পুজো নজর কেড়েছে।
advertisement
5/5
পুরুলিয়ার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চকবাজার ষোলোআনা কমিটির দুর্গাপুজো। এ-বছর তাদের নজরকারা থিম ছাড়া ফেলে দিয়েছে জেলা-সহ ভিন রাজ্যেও।
রুলিয়ার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চকবাজার ষোলোআনা কমিটির দুর্গাপুজো। এ-বছর তাদের নজরকারা থিম ছাড়া ফেলে দিয়েছে জেলা-সহ ভিন রাজ্যেও।
advertisement
advertisement
advertisement