Durga Puja Special: পুজোর ছুটিতে জয়ন্তী ঘুরতে যাবেন? ভুলেও কিন্তু এই কাজটা করবেন না...

Last Updated:
জয়ন্তীতে বেড়াতে এলে এবারে প্লাস্টিকের কথা একদম ভুলে যেতে হবে। জয়ন্তী এলাকার কোথাও মিলবে না প্লাস্টিক
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে: জয়ন্তীতে বেড়াতে এলে এবারে প্লাস্টিকের কথা একদম ভুলে যেতে হবে। জয়ন্তী এলাকার কোথাও মিলবে না প্লাস্টিক। প্রকৃতি রক্ষার স্বার্থে জয়ন্তীকে করা হবে প্লাস্টিকমুক্ত। আলিপুরদুয়ার জেলার সেরা দশ পর্যটন স্থানের মধ্যে একটি জয়ন্তী।
আলিপুরদুয়ার, অনন্যা দে: জয়ন্তীতে বেড়াতে এলে এবারে প্লাস্টিকের কথা একদম ভুলে যেতে হবে। জয়ন্তী এলাকার কোথাও মিলবে না প্লাস্টিক। প্রকৃতি রক্ষার স্বার্থে জয়ন্তীকে করা হবে প্লাস্টিকমুক্ত। আলিপুরদুয়ার জেলার সেরা দশ পর্যটন স্থানের মধ্যে একটি জয়ন্তী।
advertisement
2/5
এদিন জয়ন্তীতে সকাল থেকে দেখা যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী এবং জয়ন্তীর গাইডদের উপস্থিতি। এই এলাকাটিকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করার অভিযান চালান তারা। সমস্ত প্লাস্টিক সরিয়ে ফেলা হয়। পর্যটকদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, যাতে জয়ন্তী এলাকায় এসে তারা কোনও প্লাস্টিক না ফেলে যান।
এদিন জয়ন্তীতে সকাল থেকে দেখা যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী এবং জয়ন্তীর গাইডদের উপস্থিতি। এই এলাকাটিকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করার অভিযান চালান তারা। সমস্ত প্লাস্টিক সরিয়ে ফেলা হয়। পর্যটকদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, যাতে জয়ন্তী এলাকায় এসে তারা কোনও প্লাস্টিক না ফেলে যান।
advertisement
3/5
জয়ন্তী তার সমৃদ্ধ বৈচিত্র্যময় বন্য জীবন এবং বহিরাগত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন একটি সুন্দর বনবস্তি এটি, যা জয়ন্তী নদীর তীরে অবস্থিত এবং ভুটানের পাহাড়ের সঙ্গে প্রাকৃতিক সীমান্ত তৈরি করে।
জয়ন্তী তার সমৃদ্ধ বৈচিত্র্যময় বন্য জীবন এবং বহিরাগত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন একটি সুন্দর বনবস্তি এটি, যা জয়ন্তী নদীর তীরে অবস্থিত এবং ভুটানের পাহাড়ের সঙ্গে প্রাকৃতিক সীমান্ত তৈরি করে।
advertisement
4/5
জয়ন্তী ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ঘন বন, পাহাড় এবং নদীর সৌন্দর্য্য উপভোগ করার জন্য আদর্শ। এখানে অনেকেই ট্রেকিং করে, জঙ্গলের মধ্যে হাঁটে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এটি।
জয়ন্তী ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ঘন বন, পাহাড় এবং নদীর সৌন্দর্য্য উপভোগ করার জন্য আদর্শ। এখানে অনেকেই ট্রেকিং করে, জঙ্গলের মধ্যে হাঁটে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এটি।
advertisement
5/5
জয়ন্তী এলাকা বরাবর পিকনিকের জন্য আদর্শ। বেড়াতে আসা মানেই প্লাস্টিক প্যাকেটে খাবার নিয়ে আসা। তবে এবার এই এলাকায় প্লাস্টিক আনা নিষিদ্ধ, এমনটাই জানিয়েছে বন দফতর।
জয়ন্তী এলাকা বরাবর পিকনিকের জন্য আদর্শ। বেড়াতে আসা মানেই প্লাস্টিক প্যাকেটে খাবার নিয়ে আসা। তবে এবার এই এলাকায় প্লাস্টিক আনা নিষিদ্ধ, এমনটাই জানিয়েছে বন দফতর।
advertisement
advertisement
advertisement