Durga Puja 2023: পাতলা ভ্রু? চিন্তা নেই! ঘরোয়া উপায়েই পাবেন সেলেবদের মতো মোটা-ঘন ভ্রু! জানুন

Last Updated:
Durga Puja 2023: ঘরোয়া টোটকা ভুরুর লোম সহজেই ঘন করা যায়। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। ভ্রু ঘন করতে ভুরুতে তেল ম্যাসাজ করা যেতে পারে।
1/6
মুখের সৌন্দর্য শুধু ঠোঁট আর চোখে নয়, আছে ভুরুতেও। সেই কারণে প্রতিমাসে আপনি পার্লারে গিয়ে আইব্রো থ্রেড করে আসেন।
মুখের সৌন্দর্য শুধু ঠোঁট আর চোখে নয়, আছে ভুরুতেও। সেই কারণে প্রতিমাসে আপনি পার্লারে গিয়ে আইব্রো থ্রেড করে আসেন।
advertisement
2/6
এখন মোটা ভুরুই ফ্যাশন। তাই অনেকেই ভুরু প্রতিস্থাপনও করান। কিন্তু আপনার ভুরু পাতলা হলে, কী করবেন?
এখন মোটা ভুরুই ফ্যাশন। তাই অনেকেই ভুরু প্রতিস্থাপনও করান। কিন্তু আপনার ভুরু পাতলা হলে, কী করবেন?
advertisement
3/6
ঘরোয়া টোটকা ভুরুর লোম সহজেই ঘন করা যায়। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। ভ্রু ঘন করতে ভুরুতে তেল ম্যাসাজ করা যেতে পারে। ভ্রুতে অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।
ঘরোয়া টোটকা ভুরুর লোম সহজেই ঘন করা যায়। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। ভ্রু ঘন করতে ভুরুতে তেল ম্যাসাজ করা যেতে পারে। ভ্রুতে অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।
advertisement
4/6
প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই নিয়ম মানতে হবে। এতে ভুরুর লোমের বৃদ্ধি হয়। ভাল ফল পেতে অলিভ অয়েলে বাদাম তেলও মিশিয়ে নিতে পারেন।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই নিয়ম মানতে হবে। এতে ভুরুর লোমের বৃদ্ধি হয়। ভাল ফল পেতে অলিভ অয়েলে বাদাম তেলও মিশিয়ে নিতে পারেন।
advertisement
5/6
ভ্রু ঘন করতে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে কিছুক্ষণ ভুরুতে ম্যাসাজ করতে হবে। আধ ঘণ্টা পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
ভ্রু ঘন করতে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে কিছুক্ষণ ভুরুতে ম্যাসাজ করতে হবে। আধ ঘণ্টা পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
advertisement
6/6
ভুরু ঘন করতে কাঁচা দুধও ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি পাত্রে কিছু কাঁচা দুধ নিয়ে তাতে একটি তুলোর বল ডুবিয়ে রাখতে হবে। তারপর ভ্রুতে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে ঘষে নিন। বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দুধে উপস্থিত প্রোটিন প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ভ্রু ঘন করতে সাহায্য করে।
ভুরু ঘন করতে কাঁচা দুধও ব্যবহার করা যেতে পারে। এর জন্য একটি পাত্রে কিছু কাঁচা দুধ নিয়ে তাতে একটি তুলোর বল ডুবিয়ে রাখতে হবে। তারপর ভ্রুতে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে ঘষে নিন। বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দুধে উপস্থিত প্রোটিন প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ভ্রু ঘন করতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement