Dream Meaning: স্বপ্নে মিলন কীসের আশঙ্কাবাণী? জীবনে ঘটছে কিছু চরম সমস্যা, সম্পর্কের গোড়ায় গলদ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এর মধ্যে অবশ্যই স্বপ্নে যৌনমিলন রয়েছে৷ যা দেখলে অনেকই চমকে ওঠেন৷ এর পিছনে কী যুক্তি রয়েছে বা এই স্বপ্নের মানে কী?
আমার প্রতিদিন প্রায় কিছু না কিছু স্বপ্ন দেখি৷ কখনও সেই স্বপ্ন মনে থাকে বা কখনও তা ভুলে যাই৷ আবার কিছু স্বপ্ন এমন থাকে যা আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, অর্থাৎ এতটাই অস্বাভাবিক থাকে সেই স্বপ্ন৷ এর মধ্যে অবশ্যই স্বপ্নে যৌনমিলন রয়েছে৷ যা দেখলে অনেকই চমকে ওঠেন৷ এর পিছনে কী যুক্তি রয়েছে বা এই স্বপ্নের মানে কী
অচেনা ব্যক্তির সঙ্গে শারীরিক মিলন: প্রথমত এমন স্বপ্ন দেখে কিছু বিচলিত হবেন৷ কারণ যাঁকে কখনও দেখেননি, তাঁর সঙ্গে সঙ্গম খুবই অদ্ভূত ব্যাপার৷ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্বপ্নে দেখা মানুষটির ব্যক্তিত্ব কেমন৷ তিনি যদি দুর্বল ব্যক্তি হন তার মানে আপনার ব্যক্তিত্ব দুর্বল। আর সুঠাম পুরুষ হওয়ার ইঙ্গিত সঠিক ব্যালেন্স রেখেই বৃদ্ধি পাচ্ছে আপনার ব্যক্তিত্ব।