Dooars Tourism: চা বাগান-পাহাড়-জঙ্গল ঘেরা অপরূপ ডুয়ার্স, 'এই' ৫ জায়গা মিস করবে না, পুজোয় ঘুরে আসুন

Last Updated:
Dooars Tourism: বাগোরা, কার্সিয়ং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একেবারে আলাদা রূপে। চা-বাগানের সবুজ আর নীল আকাশের মিলন অসাধারণ। যারা একান্তে সময় কাটাতে চান, তাঁদের জন্য উপযুক্ত।
1/5
*রঙ্গো, ভুটান পাহাড়ের পাদদেশে ছবির মতো সাজানো এক শান্ত গ্রাম। পাহাড়ি পথ, গ্রামঘেরা মনেস্ট্রি ও কাছের জলপ্রপাত এর আকর্ষণ। নিউ মাল জংশন থেকে ৩৩ কিমি আর নিউ জলপাইগুড়ি থেকে ৯৬ কিমি দূরে অবস্থিত এই অফবিট গন্তব্যে সহজেই গাড়ি পাওয়া যায়।
*রঙ্গো, ভুটান পাহাড়ের পাদদেশে ছবির মতো সাজানো এক শান্ত গ্রাম। পাহাড়ি পথ, গ্রামঘেরা মনেস্ট্রি ও কাছের জলপ্রপাত এর আকর্ষণ। নিউ মাল জংশন থেকে ৩৩ কিমি আর নিউ জলপাইগুড়ি থেকে ৯৬ কিমি দূরে অবস্থিত এই অফবিট গন্তব্যে সহজেই গাড়ি পাওয়া যায়।
advertisement
2/5
*লেপচাখা বক্সা পাহাড়ের শীর্ষে অবস্থিত এক মনোরম স্থান। এখান থেকে ডুয়ার্সের অপার সৌন্দর্য চোখে পড়ে। আলিপুরদুয়ার থেকে দূরত্ব প্রায় ৩০ কিমি। সান্তলাবাড়ি থেকে বক্সা ফোর্ট পর্যন্ত ৩ কিমি ট্রেক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। কাছেই বক্সা ব্যাঘ্র প্রকল্প ভ্রমণযোগ্য।
*লেপচাখা বক্সা পাহাড়ের শীর্ষে অবস্থিত এক মনোরম স্থান। এখান থেকে ডুয়ার্সের অপার সৌন্দর্য চোখে পড়ে। আলিপুরদুয়ার থেকে দূরত্ব প্রায় ৩০ কিমি। সান্তলাবাড়ি থেকে বক্সা ফোর্ট পর্যন্ত ৩ কিমি ট্রেক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। কাছেই বক্সা ব্যাঘ্র প্রকল্প ভ্রমণযোগ্য।
advertisement
3/5
*চিলাপাতা আলিপুরদুয়ার থেকে মাত্র ২৬ কিমি দূরে, বক্সা ও জলদাপাড়ার মাঝে অবস্থিত। তোর্সা ও বানিয়া নদীর ধার ঘেঁষা এই জঙ্গলে হাতি, একশৃঙ্গ গন্ডার-সহ নানা বন্যপ্রাণী দেখা যায়। পুজোর সময় সাফারিতে ঘুরতে পারেন, আর ভ্রমণের আসল আনন্দ পেতে চাইলে রাত কাটান জঙ্গলের কটেজে।
*চিলাপাতা আলিপুরদুয়ার থেকে মাত্র ২৬ কিমি দূরে, বক্সা ও জলদাপাড়ার মাঝে অবস্থিত। তোর্সা ও বানিয়া নদীর ধার ঘেঁষা এই জঙ্গলে হাতি, একশৃঙ্গ গন্ডার-সহ নানা বন্যপ্রাণী দেখা যায়। পুজোর সময় সাফারিতে ঘুরতে পারেন, আর ভ্রমণের আসল আনন্দ পেতে চাইলে রাত কাটান জঙ্গলের কটেজে।
advertisement
4/5
*ঝালং যাওয়ার পথে ভারত-ভুটান সীমান্তের শেষ জনপদ প্যারেন। পর্যটকের ভিড় কম, থাকার ব্যবস্থাও সীমিত—শুধু বন দফতরের কটেজ। সবুজ ঘন জঙ্গল, জলঢাকার স্রোতের শব্দ আর ঝিঁঝিঁর ডাকেই ভরে থাকে এলাকা। নির্জনতা ভালবাসলে প্যারেন আদর্শ গন্তব্য। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ১১২ কিমি।
*ঝালং যাওয়ার পথে ভারত-ভুটান সীমান্তের শেষ জনপদ প্যারেন। পর্যটকের ভিড় কম, থাকার ব্যবস্থাও সীমিত—শুধু বন দফতরের কটেজ। সবুজ ঘন জঙ্গল, জলঢাকার স্রোতের শব্দ আর ঝিঁঝিঁর ডাকেই ভরে থাকে এলাকা। নির্জনতা ভালোবাসলে প্যারেন আদর্শ গন্তব্য। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ১১২ কিমি।
advertisement
5/5
*রকি আইল্যান্ড ছেড়ে প্রায় এক ঘণ্টার পথ পেরিয়ে পৌঁছনো যায় চেইল খোলায়। পথ কঠিন হলেও পৌঁছেই মনের ক্লান্তি মুছে যায়। চারিদিকে সবুজ পাহাড়, নদীর দু’ধারে গালিচার মতো ঘাস, আর মাঝ দিয়ে ছুটে চলা চেইল নদী। এখান থেকে রাস্তা গেছে পাপর খেতি ও ঝান্ডির দিকে।
*রকি আইল্যান্ড ছেড়ে প্রায় এক ঘণ্টার পথ পেরিয়ে পৌঁছনো যায় চেইল খোলায়। পথ কঠিন হলেও পৌঁছেই মনের ক্লান্তি মুছে যায়। চারিদিকে সবুজ পাহাড়, নদীর দু’ধারে গালিচার মতো ঘাস, আর মাঝ দিয়ে ছুটে চলা চেইল নদী। এখান থেকে রাস্তা গেছে পাফর খেতি ও ঝান্ডির দিকে।
advertisement
advertisement
advertisement