Dont Wash Chicken Before Cooking: রান্নার আগে কাঁচা মুরগির মাংস ধুলে বড় বিপদ, শরীরে ঢুকে পড়তে পারে সালমোনেল্লার মতো ব্যাক্টেরিয়া, আর যা যা ঘটবে, জানলে শিউরে উঠবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সবাই-ই বাজার থেকে মাংস কিনে এনে ভাল করে জল দিয়ে ধুয়ে নেন। কারণ, কাঁচা মুরগির মাংসে ক্যাম্পাইলোব্যাক্টর এবং স্যালমোনেল্লার মতো ব্যাক্টেরিয়া থাকে। এই সব জীবাণু শরীরে ঢুকলে অসুস্থ হয়ে পড়া অব্যর্থ
সবাই-ই বাজার থেকে মাংস কিনে এনে ভাল করে জল দিয়ে ধুয়ে নেন। কারণ, কাঁচা মুরগির মাংসে ক্যাম্পাইলোব্যাক্টর এবং স্যালমোনেল্লার মতো ব্যাক্টেরিয়া থাকে। এই সব জীবাণু শরীরে ঢুকলে অসুস্থ হয়ে পড়া অব্যর্থ! কিন্তু এবার অস্ট্রেলিয়ার ফুড সেফটি ইনফরনেশন কাউন্সিল জানাল, এই অভ্যাসই ক্ষতিকর। রান্না করার আগে কাঁচা মাংস রান্না ধোয়া চলবে না! কিন্তু কেন?
advertisement
advertisement
advertisement
advertisement
তা হলে কী করবেন? গবেষকরা বলছেন, কাঁচা মাংস হাত দিয়ে ধরা ঠিক নয়। হয় গ্লাভস পরুন, নয় হাতে প্লাস্টিক জড়িয়ে নিন। জলে লেবুর রস বা ভিনিগার মিশিয়ে তাতে কাঁচা মাংস ভিজিয়ে রেখে সেই জলটা ফেলে দিন। এর পর পরিষ্কার জলে মাংস উচ্চ তাপমাত্রায় সেদ্ধ করুন। তার পর সেই সেদ্ধ মাংস দিয়ে নিজের পছন্দমত পদ রান্না করুন। এতে জীবাণু ছড়ানোর ভয় থাকবে না।






