Tea Bag: চা বানানোর পর টি ব্যাগ ফেলে দেন? কাজে লাগাতে পারলে জীবন সহজ, রইল দারুণ টিপস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tea Bag: টি ব্যাগকে অনেক কাজে লাগানো যেতে পারে। বিস্তারিত জেনে নিন।
advertisement
advertisement
টি ব্যাগে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। টি ব্যাগটি হালকা করে চেপে ম্যাসাজ করতে পারেন। এছাড়াও এগুলো জলে ফুটিয়ে নিন। জল ঠান্ডা হয়ে গেলে তুলোর সাহায্যে মুখে লাগান। এটি একটি চমৎকার ত্বকের টোনার। এতে ত্বক উজ্জ্বল হবে। মুখের দাগ দূর হয়ে যাবে। মুখে ব্রণ থাকলে সেগুলোও কমতে শুরু করবে।
advertisement
পেঁয়াজ বা রসুন কেটে রাখলে হাত থেকে প্রায়শই দুর্গন্ধ বার হতে শুরু করে। এমন পরিস্থিতিতে একটি টি ব্যাগ দিয়ে হাত ঘষুন। এতে হাতের দুর্গন্ধ তাৎক্ষণিকভাবে দূর হবে। একইভাবেযদি আপনার পা থেকে দুর্গন্ধ হয়, তাহলে একটি বালতিতে হালকা গরম জল নিন, একটি টি ব্যাগ রাখুন। এবং তাতে আপনার পা ডুবিয়ে রাখুন। ১৫ মিনিটের মধ্যে দুর্গন্ধ চলে যাবে। এটি পায়ের ছত্রাকের সংক্রমণও নিরাময় করবে।
advertisement
advertisement
advertisement
সবজি, ফলমূল-সহ সকল ধরনের খাদ্যদ্রব্য ফ্রিজে রাখা হয়। এই কারণে, মাঝে মাঝে এটি দুর্গন্ধ শুরু করে। প্রতিদিন রেফ্রিজারেটর পরিষ্কার করা সহজ নয়। এমন পরিস্থিতিতে, এতে একটি টি ব্যাগ রাখুন। এতে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে। একইভাবে যদি আলমারি বা জুতোয় দুর্গন্ধ থাকে, তাহলে সারা রাত রেখে দিন। টি ব্যাগ গন্ধ শুষে নেবে।