এই দীপাবলিতে বাড়ি সাজান এ ভাবে, রইল কিছু টিপস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সাজসজ্জা ছাড়া দিওয়ালি অসম্পূর্ণ। সারা বাড়ি সেজে ওঠে প্রদীপ, মোমবাতি ও বিভিন্ন বৈদ্যুতিক, ডিজিটাল রংবেরঙের আলোর মাধ্যমে
দুর্গাপুজো, নবরাত্রির রেশ কাটতে না কাটতেই আরেক উৎসবের আগমন। আসছে আলোর উৎসব। দীপাবলি বা দিওয়ালি। প্রত্যেকেই নিজের বাড়িকে সুন্দর করে সাজায় নানান রকমের আলো দিয়ে। এইবছর দীপাবলি বা দিওয়ালি উদযাপিত হবে ১৪ নভেম্বর। সবাই বাড়ি ঘর পরিষ্কার, সাজানো এবং দিওয়ালির কেনাকাটার মাধ্যমে উৎসবের জন্য প্রস্তুতি শুরু করে।
advertisement
সাজসজ্জা ছাড়া দিওয়ালি অসম্পূর্ণ। সারা বাড়ি সেজে ওঠে প্রদীপ, মোমবাতি ও বিভিন্ন বৈদ্যুতিক, ডিজিটাল রংবেরঙের আলোর মাধ্যমে। বাড়ির দ্বারপথগুলি মোমবাতি এবং প্রদীপ দিয়ে সাজানো হয়। তবে এবারের দিওয়ালি হয়ে যাক একটু অন্যরকম! বাড়ি সাজানোর জন্য বিভিন্ন জিনিস তো অবশ্যই কিনবেন। কিন্তু, কেনাকাটার পাশাপাশি ঘর সাজানোর জন্য নিজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন কিছু আকর্ষণীয় জিনিস। অল্প বাজেটে উৎসবকে করে তুলুন সুন্দর এবং আলোকযুক্ত।
advertisement
advertisement
advertisement
স্ট্রিং লাইট - স্ট্রিং লাইট দেখতেও ভাল অথচ খুবই সাশ্রয়ী এবং অল্প মূল্যের। এগুলি আপনি যেকোনো দোকানে খুব সহজেই পেয় যাবেন। স্ট্রিং লাইট অতি সহজে বাড়ি সাজানোর জন্য খুবই প্রয়োজনীয় একটি লাইট। স্ট্রিং লাইট বিভিন্ন ডিজাইন ও রঙের পাওয়া যায়। বাড়ির যে কোনও নির্দিষ্ট কোণায় ঘাটতি পূরণ করার জন্য আপনি এই লাইট গুলিকে প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারেন। এছাড়াও বাড়ির বারান্দা থেকে উঠান সাজানোর জন্যও ব্যবহার করেতে পারেন।
advertisement
রঙিন কাপড় - আলোর মতোই ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন রঙিন কাপড়। বিভিন্ন রঙের সিল্ক বা নেটের কাপড়, ওড়না দিয়ে বাড়ির সিলিং সুন্দর করে সাজিয়ে নিন। সিঁড়ির হাতলে কাপড় জড়িয়ে সাথে লাইটের চেন লাগিয়ে সাজিয়ে দিতে পারেন। আবার চাইলে কাপড়গুলিকে বিভিন্ন ডিজাইনের আকারে কাটে লাগিয়ে মাঝখানে ঝুলিয়ে দিন রংবেরঙের লন্ঠন।
advertisement
advertisement
advertisement