Diabetes in India: পৃথিবীতে সবথেকে বেশি ডায়াবেটিস রোগী রয়েছে কোন দেশে? সামনে এল রিপোর্ট! দেশটির নাম শুনে ভয়ে কাঁপবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Diabetes in India: এনসিডি-আরআইএসসি ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাসকুলার রোগের মতো রোগগুলোর ঝুঁকি নির্ধারণে কাজ করে।
গত ত্রিশ বছরে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় ৭ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৪ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে এ রোগে আক্রান্তের সংখ্যা ৮০ কোটিরও বেশি। বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এই চিত্র উঠে এসেছে।
advertisement
ডায়াবেটিস আক্রান্ত হওয়ার হার ও চিকিৎসা নিয়ে প্রথম বৈশ্বিক বিশ্লেষণ এটি। বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে প্রাদুর্ভাব এবং চিকিৎসা পরিস্থিতির পরিসংখ্যান বের করতে স্বাস্থ্য গবেষণা সংস্থা এনসিডি-আরআইএসসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এক হাজারেরও বেশি গবেষণা থেকে ১৪ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য ব্যবহার করেছে।
advertisement
advertisement
গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী স্বাস্থ্যগত বৈষম্য ক্রমেই বাড়ছে। বিশ্বজুড়ে যে পরিমাণ মানুষ ডায়াবেটিকে আক্রান্ত তাদের বেশির ভাগই নির্দিষ্ট চারটি দেশের নাগরিক। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ছিল ২১ কোটি ২০ লাখ, যা মোট ডায়াবেটিক আক্রান্তের সংখ্যার ৪ ভাগের এক ভাগ। এ ছাড়া, চিনে ডায়াবেটিক আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৮০ লাখ, যুক্তরাষ্ট্রের ৪ কোটি ২০ লাখ এবং পাকিস্তানের ৩ কোটি ৬০ লাখ। এ ছাড়াও ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা যথাক্রমে প্রায় ২ কোটি ৫০ লাখ ও ২ কোটি ২০ লাখ।
advertisement
advertisement
advertisement
বিশ্বব্যাপী স্থূলতা এবং জনসংখ্যার বয়সের হার বাড়তে থাকায় আরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানান গবেষকেরা। গবেষণাপত্রটির অন্যতম লেখক মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. রঞ্জিত মোহন অঞ্জনা বলেন, ‘উন্নত বিশ্বস্বাস্থ্যের জন্য ডায়াবেটিসের কারণে সৃষ্ট পঙ্গুত্বসহ অন্যান্য সম্ভাব্য পরিণতির কথা মাথায় রেখে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে এটিকে প্রতিরোধ করতে হবে। এ জন্য নিম্ন-আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর খাবার সহজলভ্য করে এবং ব্যায়ামের সুযোগ বাড়াতে হবে।’
advertisement