Diabetes HealthCare: ডায়াবেটিসের রোগীরা কি কুমড়ো খেতে পারেন? কুমড়ো খেলে ব্লাড-সুগার বেড়ে যায়? যা বলছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ব্লাড-সুগার রোগীদের খাবার বিষয়ে খুব সচেতন থাকতে হয়। ডায়াবিটিস রোগীরা কী খেতে পারেন আর কী খেতে পারেন না, তার অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট খাবারটি রক্তে শর্করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে, তার উপর
advertisement
ডায়াবেটিস কখন হয়? যখন রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যায়। প্রথম থেকে সতর্ক না হলে, ডায়াবেটিস হার্ট, কিডনি ও চোখের উপর খারাপ প্রভাব ফেলে। ব্লাড-সুগার রোগীদের খাবার বিষয়ে খুব সচেতন থাকতে হয়। ডায়াবিটিস রোগীরা কী খেতে পারেন আর কী খেতে পারেন না, তার অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট খাবারটি রক্তে শর্করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে, তার উপর। এই বিষয়টি সাধারণত ‘গ্লাইসেমিক লোড’ ও ‘গ্লাইসেমিক ইনডেক্স’ -এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, যে যে খাবারের গ্লাইসেমিক লোডের মান দশের কম সেই খাবারগুলি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে খুব কম পরিমাণে। অন্য দিকে গ্লাইসেমিক ইনডেক্স থেকে জানা যায়, কোনও নির্দিষ্ট একটি খাবার রক্তে শর্করার মাত্রা কতটা বাড়াতে পারে। এক থেকে একশোর মধ্যে যে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স যত বেশি, সেই খাবার রক্তে শর্করার মাত্রা তত বেশি বৃদ্ধি করে।
advertisement
কুমড়োর গ্লাইসেমিক ইনডেক্স ৭৫, যা অনেকটাই বেশি। কাজেই মনে হতেই পারে, ডায়াবেটিক রোগীরা এটি খেতে পারেন না। কিন্তু কুমড়োর কার্বোহাইড্রেট ব্লাড সুগারের উপর খুব কম প্রভাব ফেলে। কুমড়োর গ্লাইসেমিক লোড মাত্র ৩। তাই ডায়াবেটিক রোগীরা কুমড়ো খেতে পারেন। তবে, বেশি পরিমাণে নয়। পরিমিত কুমড়ো খেলে রক্তের শর্করার মাত্রা খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
advertisement
advertisement