Dhanteras 2023:Yam DeepDan: আগামিকাল ধনতেরসে যমদেবতার উদ্দেশে এভাবে জ্বালুন প্রদীপ! দূর হবে অর্থাভাব

Last Updated:
Dhanteras 2023: Yam DeepDan: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনত্রয়োদশী তিথিতে যমের দীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
1/9
দীপাবলির অনুষ্ঠান পাঁচদিন ধরে পালিত হয়। তার মধ্যে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনতেরস বা ধনত্রয়োদশী পার্বণ।
দীপাবলির অনুষ্ঠান পাঁচদিন ধরে পালিত হয়। তার মধ্যে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনতেরস বা ধনত্রয়োদশী পার্বণ।
advertisement
2/9
এ বছর ধনতেরস পালিত হবে ১০ নভেম্বর, শুক্রবার। সেদিন দুপুর ১২.৩৫ মিনিটে ত্রয়োদশী তিথি শুরু। এই পুণ্যতিথি থাকবে দুপুর ১.৫৭ মিনিট পর্যন্ত।
এ বছর ধনতেরস পালিত হবে ১০ নভেম্বর, শুক্রবার। সেদিন দুপুর ১২.৩৫ মিনিটে ত্রয়োদশী তিথি শুরু। এই পুণ্যতিথি থাকবে দুপুর ১.৫৭ মিনিট পর্যন্ত।
advertisement
3/9
প্রদোষকাল থাকবে বিকেল ৫.০৯ থেকে সন্ধ্যা ৭.৪২ মিনিট পর্যন্ত। বৃষভকালের স্থায়িত্ব বিকেল ৫.২৭ থেকে ৭.২৭ পর্যন্ত।
প্রদোষকাল থাকবে বিকেল ৫.০৯ থেকে সন্ধ্যা ৭.৪২ মিনিট পর্যন্ত। বৃষভকালের স্থায়িত্ব বিকেল ৫.২৭ থেকে ৭.২৭ পর্যন্ত।
advertisement
4/9
ধনতেরস পুজোর মুহূর্ত বিকেল ৫.২৭ থেকে সন্ধ্যা ৭.২৭ পর্যন্ত।
ধনতেরস পুজোর মুহূর্ত বিকেল ৫.২৭ থেকে সন্ধ্যা ৭.২৭ পর্যন্ত।
advertisement
5/9
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনত্রয়োদশী তিথিতে যমের দীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনত্রয়োদশী তিথিতে যমের দীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
6/9
অনেক পরিবারে ধনত্রয়োদশীতে পালন করা হয় ছোটি দিওয়ালি। আবার অনেক পরিবারে প্রজ্বলিত হয় যম দীপক।
অনেক পরিবারে ধনত্রয়োদশীতে পালন করা হয় ছোটি দিওয়ালি। আবার অনেক পরিবারে প্রজ্বলিত হয় যম দীপক।
advertisement
7/9
বাড়ির দক্ষিণ কোণে যমদেবতার উদ্দেশে প্রজ্বলিত করা হয় এই দীপ। তবে যমের দীপ কখনওই বাড়ির ভিতের প্রজ্বলন করবেন না। তাহলে জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে।
বাড়ির দক্ষিণ কোণে যমদেবতার উদ্দেশে প্রজ্বলিত করা হয় এই দীপ। তবে যমের দীপ কখনওই বাড়ির ভিতের প্রজ্বলন করবেন না। তাহলে জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে।
advertisement
8/9
পরিবারের সব সদস্য বাড়িতে ফেরার পর বাড়ির বাইরে দক্ষিণ কোণে জ্বেলে দিন যম দীপক। কারণ এই দীপ প্রজ্বলনের পর কারওর বাড়ি থেকে বাইরে বার হওয়া নিষিদ্ধ।
পরিবারের সব সদস্য বাড়িতে ফেরার পর বাড়ির বাইরে দক্ষিণ কোণে জ্বেলে দিন যম দীপক। কারণ এই দীপ প্রজ্বলনের পর কারওর বাড়ি থেকে বাইরে বার হওয়া নিষিদ্ধ।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement