Okra Detox Water: প্রাকৃতিক ডিটক্স ড্রিঙ্ক! ঢেঁড়সের জল কি সত্যিই এত উপকারী? রিপোর্টে উঠে এল আশ্চর্য তথ্য
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Okra Detox Water: সংবাদমাধ্যমের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিদিন সকালে এক গ্লাস ঢেঁড়স ভিজানো জল-এর সঙ্গে এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে টানা এক মাস খেলে শরীর পেতে পারে একাধিক স্বাস্থ্যলাভ।
স্বাস্থ্যসচেতনদের জন্য নতুন ট্রেন্ড হয়ে উঠছে ঢেঁড়স ভিজানো জল খাওয়া। সংবাদমাধ‍্যমের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিদিন সকালে এক গ্লাস ঢেঁড়স ভিজানো জল-এর সঙ্গে এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে টানা এক মাস খেলে শরীর পেতে পারে একাধিক স্বাস্থ্যলাভ। বিশেষজ্ঞদের মতে, ঢেঁড়সের মধ্যে থাকা পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও আঁশ শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কীভাবে তৈরি করবেন এই পানীয়?৩–৪টি তাজা ঢেঁড়স ধুয়ে লম্বালম্বি কেটে নিন। এক গ্লাস জল ভরে তাতে ঢেঁড়স ভিজিয়ে রাখুন ৮–১২ ঘণ্টা (সারা রাত)। সকালে জল ছেঁকে নিন। তাতে যোগ করুন ১ টেবিলচামচ লেবুর রস। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
