ডেল্টাক্রনে রয়েছে করোনার ডেল্টা ও ওমিক্রন প্রজাতি, দুইয়েরই জিন। ১৯ মার্চ ডেল্টা (Delta) AY.4 এবং ওমিক্রন (Omicron) BA.1-র রিকম্বিন্যান্টের বিষয়ে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কীভাবে জন্ম হয় রিকম্বিন্যান্ট ভাইরাস? গবেষকরা জানাচ্ছেন, যখন কমপক্ষে দুটি ভাইরাল জিনোম (Viral Genomes) একই হোস্ট কোষকে সংক্রমিত করে এবং জেনেটিক অংশগুলি বিনিময় করে। একই ভাইরাস প্রকারের সদস্যদের মধ্যে পুনর্মিলন ঘটে। ভাইরাসে বিভিন্ন ধরণের পুনর্মিলন রয়েছে- হোমোলোগাস রিকম্বিনেশন (Homologous Recombination), নন-হোমোলোগাস রিকম্বিনেশন (Non-Homologous Recombination) এবং এলোমেলো পুনর্বিন্যাস।