Colour Of Life: রঙে-রঙে ভরা এই পৃথিবী, বলুন তো কোন রং-কে বলা হয় 'জীবনের রং'? উত্তর জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কিছু রং মন চনমনে করে তোলে, কিছু রং মনকে শান্তি, স্বস্তি দেয়। রঙের জগতে এমন একটি রং রয়েছে যার সঙ্গে প্রকৃতি, সতেজতা ও বিকাশের গভীর যোগ রয়েছে
advertisement
advertisement
advertisement
সবুজকে ‘জীবনের রং’ বলা হয়, কারণ গাছ-গাছালি, ঘাস ও ফসলের রূপে সবুজ রং আমাদের চারপাশে ঘিরে রয়েছে। গাছ আমাদের খাবার, অক্সিজেন ও আশ্রয় জোগায়, যা প্রতিটি জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখে। সবুজ মাঠ বা অরণ্য দেখলেই আমাদের চোখের সামনে জীবনের কথা ভেসে ওঠে, কারণ এগুলো ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব নেই। (ছবি: এআই-নির্মিত)
advertisement
advertisement
আজকের দিনে সবুজ পরিবেশ রক্ষার প্রতীক হিসেবেও পরিচিত। বন সংরক্ষণ, বন্যপ্রাণ সুরক্ষা এবং আমাদের গ্রহকে সুস্থ রাখার প্রচেষ্টার সঙ্গে এই রং জড়িয়ে রয়েছে। ‘গ্রিন মুভমেন্ট’ আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতিকে রক্ষা করলেই জীবন বিকশিত হতে পারে, আর সেই কারণেই সবুজ হয়ে উঠেছে ভবিষ্যৎ জীবনের প্রতীক। (ছবি: এআই-নির্মিত)









