Chicken: চিকেনের এই 'অংশ' ভুলেও খাবেন না...! পেটে গেলেই বারোটা বাজাবে পাকস্থলীর! জানুন 'কাদের' ছুঁয়েও দেখা উচিত নয়!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Chicken: কেউ কেউ মাসে চার থেকে পাঁচ বার চিকেন বা মুরগির মাংস খান। আবার কেউ কেউ সপ্তাহে অন্তত তিন থেকে চার বার খান। কেউ কেউ আবার চিকেন ছাড়া ভাতই খেতে পারেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
আপনি জানেন এটি কোন অংশ? জানলে অবাক হবেন এটি হল মুরগির চামড়ার অংশ। কেউ কেউ চামড়া বা স্কিন খেতে পছন্দ করেন না। কিন্তু কিছু হোটেল রান্নায় চামড়া দিয়ে থাকে। আবার কেউ কেউ বাড়িতেও স্কিন-সহ চিকেন রান্না করেন। কিন্তু মুরগির চামড়ায় প্রচুর পরিমাণে ক্ষতিকর চর্বি থাকে। আর এর তেমন কোনও পুষ্টিগুণও নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
একজন বিশেষজ্ঞ খাদ্য বিজ্ঞানী এবং রন্ধনবিজ্ঞানী জেসিকা গ্যাভিন এই প্রসঙ্গে বলেন, "কাঁচা মুরগির মধ্যে সালমোনেলা এন্টারটিডিস, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি এবং লিস্টেরিয়া মনোসাইটোজেনসের মতো ব্যাকটেরিয়া থাকে। তবে মুরগির চামড়া বিশেষ করে কোলেস্টেরলের রোগীদের জন্য ও হৃদরোগের সমস্যায় ভোগ ব্যক্তিদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।"
advertisement