Chhuli Home Remedies: ছুলির জন্য গালে, হাতে ছোপ ছোপ সাদা দাগে চরম লজ্জা? ঘরোয়া টোটকায় দাগ উঠবে এক চুটকিতেই

Last Updated:
Chhuli Home Remedies: ছুলি সারাতে ডাক্তারের পরামর্শমতো ওষুধ তো খাবেনই৷ সঙ্গে কিছু ঘরোয়া টোটকাও পালন করতে পারেন৷
1/10
ভারতের মতো ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান দেশে চর্মরোগ নতুন কথা নয়৷ তার মধ্যে ছুলি খুবই চেনা অসুখ৷ এই রোগে ত্বকের উপর সাদা সাদা ছোপছাপ দাগ পড়ে যায়৷ ত্বক থেকে ওই দাগ উঠতে সময় লাগে৷
ভারতের মতো ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান দেশে চর্মরোগ নতুন কথা নয়৷ তার মধ্যে ছুলি খুবই চেনা অসুখ৷ এই রোগে ত্বকের উপর সাদা সাদা ছোপছাপ দাগ পড়ে যায়৷ ত্বক থেকে ওই দাগ উঠতে সময় লাগে৷
advertisement
2/10
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শমতো ওষুধ তো খাবেনই৷ সঙ্গে কিছু ঘরোয়া টোটকাও পালন করতে পারেন৷ বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শমতো ওষুধ তো খাবেনই৷ সঙ্গে কিছু ঘরোয়া টোটকাও পালন করতে পারেন৷ বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/10
সাধারণত বর্ষায় এই অসুখ বাড়ে৷ তবে অনেকের ক্ষেত্রে শীতেও ছুলির মতো চর্মরোগ দেখা যায়৷ ত্বকের ক্ষতির পাশাপাশি এই রোগের দাগও অস্বস্তিকর৷ তাই জেনে নিন কিছু ঘরোয়া টোটকা৷
সাধারণত বর্ষায় এই অসুখ বাড়ে৷ তবে অনেকের ক্ষেত্রে শীতেও ছুলির মতো চর্মরোগ দেখা যায়৷ ত্বকের ক্ষতির পাশাপাশি এই রোগের দাগও অস্বস্তিকর৷ তাই জেনে নিন কিছু ঘরোয়া টোটকা৷
advertisement
4/10
রোজ দু’বার ছুলির উপর দিন লেবুর রস। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
রোজ দু’বার ছুলির উপর দিন লেবুর রস। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
5/10
লেবুর অর্ধাংশে চিনি মাখিয়ে স্ক্রাব তৈরি করেও মালিশ করতে পারেন ছুলির উপর। অসুখের প্রকোপ কমবে। মিলিয়ে আসবে এর দাগও।
লেবুর অর্ধাংশে চিনি মাখিয়ে স্ক্রাব তৈরি করেও মালিশ করতে পারেন ছুলির উপর। অসুখের প্রকোপ কমবে। মিলিয়ে আসবে এর দাগও।
advertisement
6/10
ছুলির উপর দিনে দু’বার নারকেল তেল মালিশ করুন। রাতে ঘুমনোর আগে আক্রান্ত জায়গায় নারকেল তেল লাগিয়ে ঘুমোতে যেতে পারেন।
ছুলির উপর দিনে দু’বার নারকেল তেল মালিশ করুন। রাতে ঘুমনোর আগে আক্রান্ত জায়গায় নারকেল তেল লাগিয়ে ঘুমোতে যেতে পারেন।
advertisement
7/10
টম্যাটোর রস লাগিয়ে রাখুন ছুলিতে। ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২-৩ দিন এটা করতে পারেন। তর্জনী দিয়ে ভাল করে মালিশ করে নিন।
টম্যাটোর রস লাগিয়ে রাখুন ছুলিতে। ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২-৩ দিন এটা করতে পারেন। তর্জনী দিয়ে ভাল করে মালিশ করে নিন।
advertisement
8/10
ছুলি কমাতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রসও। পেঁয়াজের অর্ধেক টুকরো ঘষে নিন হাল্কা হাতে ছুলির উপর। দিনে দু’বার এটা করুন।
ছুলি কমাতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রসও। পেঁয়াজের অর্ধেক টুকরো ঘষে নিন হাল্কা হাতে ছুলির উপর। দিনে দু’বার এটা করুন।
advertisement
9/10
২-৩ চামচ টক দই লাগান ছুলির উপর। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। দিনে ৩ থেকে ৪ বার করুন এই টোটকা।
২-৩ চামচ টক দই লাগান ছুলির উপর। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। দিনে ৩ থেকে ৪ বার করুন এই টোটকা।
advertisement
10/10
অ্যালোভেরার ঠান্ডা জেলি লাগিয়ে রাখুন ছুলি আক্রান্ত জায়গায়। ২০ মিনিট পর ধুয়ে নিন ঠান্ডা জলে।
অ্যালোভেরার ঠান্ডা জেলি লাগিয়ে রাখুন ছুলি আক্রান্ত জায়গায়। ২০ মিনিট পর ধুয়ে নিন ঠান্ডা জলে।
advertisement
advertisement
advertisement