Causes behind low vision problem among children : কী কী কারণে আপনার সন্তানের চোখ খারাপ হতে পারে, জেনে নিন

Last Updated:
জীবনযাপননিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনটাইম-সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে৷ (Causes behind low vision problem among children)
1/7
দুর্বল দৃষ্টিশক্তি ইদানীং বাচ্চাদের মধ্যে খুবই প্রচলিত ও সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ জীবনযাপননিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনটাইম-সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে৷ কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে৷ (Causes behind low vision problem among children)
দুর্বল দৃষ্টিশক্তি ইদানীং বাচ্চাদের মধ্যে খুবই প্রচলিত ও সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ জীবনযাপননিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনটাইম-সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে৷ কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে৷ (Causes behind low vision problem among children)
advertisement
2/7
পড়তে সমস্যা, ঝাপসা দৃষ্টিশক্তি, রং আলাদা করতে সমস্যা, মাথাব্যথা, চোখে লালভাব-সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে৷ কী কী কারণে বাচ্চার দৃষ্টিশক্তি ব্যাহত হয়, আসুন জেনে নিই৷
পড়তে সমস্যা, ঝাপসা দৃষ্টিশক্তি, রং আলাদা করতে সমস্যা, মাথাব্যথা, চোখে লালভাব-সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে৷ কী কী কারণে বাচ্চার দৃষ্টিশক্তি ব্যাহত হয়, আসুন জেনে নিই৷
advertisement
3/7
স্নায়বিক সমস্যার কারণে অল্পবয়সিদের মধ্যে চোখের সমস্যা দেখা দিতে পারে৷ অল্প বয়সে নার্ভে আঘাত পেলে দুর্বল দৃষ্টিশক্তি, এমনকি অন্ধত্বও হতে পারে৷
স্নায়বিক সমস্যার কারণে অল্পবয়সিদের মধ্যে চোখের সমস্যা দেখা দিতে পারে৷ অল্প বয়সে নার্ভে আঘাত পেলে দুর্বল দৃষ্টিশক্তি, এমনকি অন্ধত্বও হতে পারে৷
advertisement
4/7
বংশে চোখের অসুখ ও দুর্বল দৃষ্টিশক্তির ধারা থাকলে শিশুর ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে৷
বংশে চোখের অসুখ ও দুর্বল দৃষ্টিশক্তির ধারা থাকলে শিশুর ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
5/7
গ্লকোমা, ছানি, রেটিনোব্লাস্টোমা ও রেটিনার অন্য অসুখের যদি ঠিকমতো চিকিৎসা না হয়, তাহলে অন্ধত্ব-সহ চোখের প্রভূত ক্ষতি হতে পারে৷
গ্লকোমা, ছানি, রেটিনোব্লাস্টোমা ও রেটিনার অন্য অসুখের যদি ঠিকমতো চিকিৎসা না হয়, তাহলে অন্ধত্ব-সহ চোখের প্রভূত ক্ষতি হতে পারে৷
advertisement
6/7
গর্ভাবস্থার ২০ থেকে ৪০ সপ্তাহের মধ্যে শিশুর চোখে রেটিনা ম্যাচিয়োর করতে শুরু করে৷ এ সময় গর্ভস্থ ভ্রূণ আঘাত পেলে জন্মগত দৃষ্টিত্রুটি থাকতে পারে৷
গর্ভাবস্থার ২০ থেকে ৪০ সপ্তাহের মধ্যে শিশুর চোখে রেটিনা ম্যাচিয়োর করতে শুরু করে৷ এ সময় গর্ভস্থ ভ্রূণ আঘাত পেলে জন্মগত দৃষ্টিত্রুটি থাকতে পারে৷
advertisement
7/7
অনিয়ন্ত্রিত ডায়েট, শাকসব্জি ফলমূলের অভাব ডায়েটে, স্ক্রিনটাইম বেড়ে যাওয়া-সহ একাধিক কারণের জন্যও বাচ্চার দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে৷ দেখা দিতে পারে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়ার মতো সমস্যা৷ তাই সামান্যতম উপসর্গও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন৷
অনিয়ন্ত্রিত ডায়েট, শাকসব্জি ফলমূলের অভাব ডায়েটে, স্ক্রিনটাইম বেড়ে যাওয়া-সহ একাধিক কারণের জন্যও বাচ্চার দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে৷ দেখা দিতে পারে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়ার মতো সমস্যা৷ তাই সামান্যতম উপসর্গও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন৷
advertisement
advertisement
advertisement