Cancer Diagnosis: রোজের ক্লান্তি থেকে সাধারণ সর্দি-কাশি, ক্যানসারের কোন-কোন প্রাথমিক উপসর্গ আমরা এড়িয়ে যাই? মারণ রোগের থাবা এড়াতে জানুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কর্কট রোগ অনেক ধরনের হয় এবং প্রতিটি আলাদা আলাদাভাবে শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে। প্রতিটি ক্যানসারের উপসর্গও ভিন্ন। ইদানীং তরুণরা বেশি করে এই ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছেন এবং যত ক্ষণে ধরা পড়ছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে, পরিস্থিতি তখন হাতের বাইরে।
মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সমীক্ষা বলছে, প্রতি পাঁচ জন ক্যানসার আক্রান্তের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদন বলছে, ২০২২ থেকে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতি ১ লক্ষ জনের মধ্যে ক্যানসারে মৃতের সংখ্যা ৬৪.৭ থেকে বেড়ে প্রায় ১০৯.৬ জনে পৌঁছবে
advertisement
ক্রমেই, মহামারির আকার নিচ্ছে ক্যানসার বা কর্কট রোগ। ক্রমাগত আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে উঠছে মারণ রোগ। কর্কট রোগ অনেক ধরনের হয় এবং প্রতিটি আলাদা আলাদাভাবে শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে। প্রতিটি ক্যানসারের উপসর্গও ভিন্ন। ইদানীং তরুণরা বেশি করে এই ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছেন এবং যত ক্ষণে ধরা পড়ছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে, পরিস্থিতি তখন হাতের বাইরে।
advertisement
ন্যাশনাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগ্রাম (NCRP)-এর তথ্য বলছে, ২০২৫ সালের শেষে ভারতে নতুন স্তন ক্যানসার আক্রান্তের সংখ্যা ২.৩ লক্ষ ছাড়িয়ে যাবে, যা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারে পরিণত হবে।ডায়াগনস্টিক প্রযুক্তিতে বড় অগ্রগতি সত্ত্বেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গিয়েছে দেরিতে রোগ শনাক্ত হওয়া।
advertisement
advertisement
কোন কোন উপসর্গে দেখলেই সচেতন হবেন? দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউট ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ প্রজ্ঞা শুক্লা জানান, আ্যানেমিয়া, ৬ মাসে ১০ শতাংশের বেশি ওজন কমে যাওয়া, লাগাতার সর্দি-কাশি, ঘন ঘন জ্বর, অস্বাভাবিক রক্তপাত, গাঢ় রং-এর মল, মল-এর রং ও আকারের পরিবর্তন,শরীরে মাংসপিণ্ড যাতে ব্যথা নেই, খিদে কমে যাওয়া, গিলতে অসুবিধা বা ত্বকের রং হলদেটে হয়ে যাওয়ার মতো উপসর্গ চিন্তার।
advertisement
গুরগাঁওয়ের পরশ হেলথ-এর হেম্যাটো অঙ্কোলজি বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডাঃ গৌরব দীক্ষিত জানান, ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলি মানুষ ধরতেই পারেন না। অন্য আর-পাঁচটা সাধারণ অসুখের উপসর্গের সঙ্গে গুলিয়ে ফেলেন। যেমন ক্লান্তি মানেই ধরা হয় তা পরিশ্রম বা স্ট্রেসের কারণে হচ্ছে, লাগাতার কাশি ধরে নেওয়া হয় দূষণের কারণে, হজমের সমস্যা মানেই ধরে নেওয়া হয় খাবারের সমস্যা। কিন্তু এই সাধারণ উপসর্গগুলির নেপথ্যের কারণ হতে পারে প্রাণঘাতি ক্যানসার।
