ঘুমের ব্যাঘাত কিংবা ভাল ঘুম না-হওয়া হয়ে উঠতে পারে প্রাণঘাতী! কীভাবে? জানুন গবেষকদের মতামত
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Broken Sleep increase cholesterol: ঘুমের ব্যাঘাত বারবার হতে থাকলে কিন্তু তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে।
কথায় বলে, ভাল ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ! বলা ভাল, ঘুমের উপরই নির্ভর করে আমাদের শারীরিক সুস্থতা। ফলে স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টার ভাল ঘুম হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সেটাতেই অনেক সময় ব্যাঘাত ঘটে। আর ঘুমের ব্যাঘাত বারবার হতে থাকলে কিন্তু তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে।
advertisement
কিন্তু ঘুমে বিঘ্ন ঘটলে কী কী হতে পারে? আসলে ঘুমের ব্যাঘাতের ফলে শরীরে নানা ধরনের পরস্পর-বিরোধী হরমোন অতিরিক্ত পরিমাণে তৈরি হয় এবং এর ফলে অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। আবার বহু গবেষণাতে এ-ও দেখা গিয়েছে যে, ঘুমের ঘাটতির প্রভাব সরাসরি ভাবে গিয়ে পড়ে হার্ট এবং ব্লাড সুগারের উপর। যার অর্থ হল, যদি কারও ঘুম পর্যাপ্ত না-হয়, তা-হলে তিনি হার্টের রোগী হয়ে যেতে পারেন। এমনকী দেখা দিতে পারে ডায়াবেটিসের মতো সমস্যাও। এখানেই শেষ নয়, সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে যে, সঠিক পরিমাণে ঘুম না-হলে হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে।
advertisement
advertisement
অ্যাথেরোস্ক্লেরোসিস রোগের আশঙ্কা: অ্যাথেরোস্ক্লেরোসিস হল এক ধরনের রোগ। এর জেরে রক্ত সংবহনকারী ধমনীর দেওয়ালে ফ্যাটজাতীয় পদার্থ, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে থাকে। আর এই প্লাক জমতে জমতে ধমনীর প্রাচীর পাতলা হতে শুরু করে। ফলে রক্ত সংবহন বাধাপ্রাপ্ত হয়। যার ফলে হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই সঙ্গে বাড়তে থাকে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকিও।
advertisement