Handloom: জলে অবহেলায় পরে থাকা কচুরিপানা থেকে তৈরি হচ্ছে ট্রেন্ডিং ড্রেস! দেখলে তাজ্জব হয়ে যাবেন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
জলাশয়ে বেশ অনাদরেই পড়ে থাকে এই কচুরিপানা। কিন্তু সেই অবহেলিত বস্তু যে বস্ত্র তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে সেটাই করে দেখালেন বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর এক অধ্যাপক ও এক পড়ুয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবার সেই কচুরিপানা সংগ্রহ করে ওই ছাত্রী তাঁর অধ্যাপকের সহযোগিতায় কচুরিপানা তত্ত্ব থেকে বোনা হয় এমন কাপড়, পরবর্তীকালে সেই তত্ত্ব থেকে বিভিন্ন পদ্ধতিতে সুতো বানিয়ে তা দিয়ে টি-শার্ট তৈরি করেন। শিল্পসদনের বার্ষিক শিল্পোৎসবেও সেই কচুরিপানা-মিশ্রিত সুতো থেকে তৈরি টি-শার্ট প্রদর্শিত হয় সেটির যথেষ্ট প্রশংসা হয়।
advertisement
শঙ্কর রায় মৌলিক বলেন, "যার কোনও মূল্য নেই সেই জিনিস থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা একটি ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করতে পেরেছি, যা প্রকৃতিবান্ধব। আশা করি, এই ধরনের কাজ দেখে অনেকেই এই কাজের প্রতি উদ্যোগী হবেন। এছাড়াও কচুরিপানা থেকে তত্ত্ব নিষ্কাশনের সময় যে বর্জ্য পদার্থ পড়ে থাকে সেটি দিয়েও হ্যান্ডমেড পেপার তৈরি করা হয়েছে।" শিক্ষক-ছাত্রীর এই উদ্যোগে খুশি কর্তৃপক্ষও।









