Life hack: মশা হোক বা পোকামাকড়! ২ মিনিটের মধ্যে কমে যাবে জ্বালা, চুলকুনি, ঘরেই রয়েছে ৫ অস্ত্র
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় মশার কাম়ড় থেকে চুলকানির সমস্যাও হতে থাকে। বাড়ির কাছে ঝোপঝাড় থাকলে পোকা মাকড়ের কামড়, কেন্নোর থেকেও হতে পারে চুলকানির সমস্যা। এর থেকে রেহাই পেতে মেনে চলুন এই নিয়ম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মধু প্রদাহনাশক এবং ব্যাক্টেরিয়ানাশক গুণে ভরপুর। মধু বিভিন্ন ধরণের ত্বকের সমস্যার চিকিৎসার জন্য খুবই কার্যকর। মশার কামড়ের জন্যও ব্যবহার করা যেতে পারে মধু। প্রদাহ কমাতে চুলকানির উপর অল্প পরিমাণ মধু লাগান। কিছু ক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)









