Beauty Tips: ঘাড়ের কাছে আলতো হোক বা মাথার উপর, সুন্দর সাজের সঙ্গে খোঁপা একেবারে পারফেক্ট
- Published by:Pooja Basu
Last Updated:
এই গরমে ফুরফুরে থাকতে কাজে দেবে।
চটকদার এবং সুবিধাজনক তো বটেই, সাবেক কালে আমরা বলতাম খোঁপা, এখন এই হেয়ার স্টাইলের পরিচিতি হল ‘বান’। কেন না, চুলগুলো অনেকটা পাউরুটির মতো ফুলে থাকে। এর উপর হাজার একটা ডিজাইনও করা যায়। ফলে ফ্যাশন জগতে এই ধরনের হেয়ার স্টাইল অত্যন্ত জনপ্রিয়। এখানে কয়েকটি বান হেয়ার স্টাইল করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হল। যা এই গরমে ফুরফুরে থাকতে কাজে দেবে। সেগুলো দেখে নেওয়া যাক একনজরে।
advertisement
advertisement
লো স্লিক বান: এতে খোঁপাটা ঘাড়ের কাছে ঝুলবে। তাই ঘাড়ের কাছে পনিটেল বানিয়ে চুলের দৈর্ঘ্যের দিকটা ধরে মোচড় দিয়ে বানিয়ে নিতে হবে খোঁপা। আগেরটার মতোই খোঁপার শেষে হেয়ার পিন লাগিয়ে নিতে হবে। এবার কপালের উপর কয়েকটা চুল খুলে নিয়ে ঝুলিয়ে দিতে হবে হাওয়ায়। এতে স্বপ্নের লুক আসবে। যে কোনও পারিবারিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে লো স্লিক বান একেবারে যথাযথ।
advertisement
টুইস্টেড লো বান: প্রথমে চুলগুলো দু ভাগে ভাগ করে নিতে হবে। এবার একটা অংশ ধরে রেখে অন্য অংশটা জুতোর ফিতের মতো গিঁট দিয়ে নিতে হবে। এবার তাতে মোচড় দিয়ে যোগ করতে হবে বাকি অংশ। গিঁটের নিচে ঢিলে প্রান্তটায় পিন আটকে দিতে হবে, যাতে খুলে না যায়। এই লো বান হেয়ার স্টাইলকে ঠিক জায়গায় ধরে রাখতে এবং এক্সট্রিম স্ট্রং হোল্ড এবং স্টাইলিংয়ের জন্য কেসি হেয়ার স্প্রে দিয়ে সেট করে নেওয়া যায়। যে কোনও ফর্মাল পোশাকের সঙ্গে অফিসে বা নিত্যদিনের কাজে এই টুইস্টেড লো বান হেয়ার স্টাইল করা যায়।
advertisement
হাই বুলেট বান: যতটা উপরে সম্ভব পনিটেল করতে হবে। মাথাটা নিচের দিকে করলে পনিটেল বাঁধতে সুবিধা হবে। এবার চুলের শেষ প্রান্ত ধরে মোচড় দিয়ে খোঁপা বানাতে হবে। এবার একহাত দিয়ে পনিটেলটা ধরে তার চারপাশে চুলের বাকি অংশটা মুড়ে দিতে হবে। খোঁপার প্রান্তগুলোতে পিন এঁটে দিতে হবে। এবার খোঁপা ভালোভাবে সেট করতে চুলে স্প্রে লাগিয়ে দেওয়া যায়। তাহলে প্রচণ্ড হাওয়াতেও চুল তালগোল পাকিয়ে যাবে না। লং গাউনের সঙ্গে একটা মনোরম সন্ধ্যায় হাই বুলেট বান কিলার লুক এনে দেবে চোখে মুখে।
