শীত কালে চুল, ত্বক সবই শুষ্ক হয়ে যায়৷ রুক্ষ চুল ম্যানেজ করা সমস্যা হয়ে দাঁড়ায়৷ এই সময় শুধু শ্যাম্পু আর কন্ডিশনার লাগালে হয় না, প্রয়োজন পড়ে মাস্কের৷ আর শীতের জন্য সবচেয়ে ভাল মাস্ক কলা৷
2/ 7
কলায় ভিটামিন বি৬, ভিটামিন সি, পটাশিয়াম, প্রোটিন থাকে৷ যা চুলের স্বাস্থ্য ভাল রাখে৷ জেনে নিন কলার সঙ্গে কী কী মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন৷
3/ 7
দুটো অ্যালয়ভেরা পাতার জেলের সঙ্গে ২-৩টে পাকা কলা চটকে নিন৷এই মিশ্রণ মাথার স্ক্যাল্পে লাগিয়ে মোটা চিরুনি দিয়ে আঁচড়ে ২ ঘণ্টা রাখুন৷ ঠান্ডা জলে শ্যাম্পু করে ফেলুন৷ এতে মরা কোষ দূর হবে৷
4/ 7
নারকেল তেলে থাকে ভিটামিন ই থাকে৷ যা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে রুক্ষ চুল সজীব করে তোলে৷ ২টো পাকা কলার সঙ্গে ২ টেবল চামচ নারকেল তেল মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন৷ ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন৷
5/ 7
পেঁপে চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল পড়া রুখতে সাহায্য করে৷ তাই চুল পড়ার সমস্যা থাকলে ২টো পাকা কলার সঙ্গে অর্ধেক পাকা পেঁপে ও ২ টেবল চামচ মধু মিশিয়ে নিন৷আধ ঘণ্টা চুলের গোড়ায় লাগিয়ে রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন৷
6/ 7
দুধের মধ্যে থাকা প্রোটিন চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল মসৃণ করে তোলে৷ ১০০ মিলি দুধের সঙ্গে ১টা কলা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন৷ চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন৷
7/ 7
মধু স্ক্যাল্প পরিষ্কার করার পাশাপাশি চুল ময়শ্চারাইজ করে৷ ১টা পাকা কলার সঙ্গে আধ টেবল চামচ মধু মেশান৷চুলের গোড়ায় ২০-৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন৷
শীত কালে চুল, ত্বক সবই শুষ্ক হয়ে যায়৷ রুক্ষ চুল ম্যানেজ করা সমস্যা হয়ে দাঁড়ায়৷ এই সময় শুধু শ্যাম্পু আর কন্ডিশনার লাগালে হয় না, প্রয়োজন পড়ে মাস্কের৷ আর শীতের জন্য সবচেয়ে ভাল মাস্ক কলা৷
নারকেল তেলে থাকে ভিটামিন ই থাকে৷ যা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে রুক্ষ চুল সজীব করে তোলে৷ ২টো পাকা কলার সঙ্গে ২ টেবল চামচ নারকেল তেল মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন৷ ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন৷
পেঁপে চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল পড়া রুখতে সাহায্য করে৷ তাই চুল পড়ার সমস্যা থাকলে ২টো পাকা কলার সঙ্গে অর্ধেক পাকা পেঁপে ও ২ টেবল চামচ মধু মিশিয়ে নিন৷আধ ঘণ্টা চুলের গোড়ায় লাগিয়ে রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন৷
দুধের মধ্যে থাকা প্রোটিন চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল মসৃণ করে তোলে৷ ১০০ মিলি দুধের সঙ্গে ১টা কলা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন৷ চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন৷
মধু স্ক্যাল্প পরিষ্কার করার পাশাপাশি চুল ময়শ্চারাইজ করে৷ ১টা পাকা কলার সঙ্গে আধ টেবল চামচ মধু মেশান৷চুলের গোড়ায় ২০-৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন৷