Dark Circle | Skin care: চোখের চারপাশ ঘিরে পড়ছে কালি! ডার্ক সার্কল এড়াতে এই ৬টি কাজ করে দেখতে পারেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Dark Circle | Skin care: ৮ ঘণ্টা নিশ্চিন্তির ঘুম পাওয়া খুব কঠিন। ফলত তার প্রভাব পড় ত্বকে। আর ধীরে ধীরে চোখের চারপাশে জায়া করে নেয় ডার্ক সার্কল।
চোখ নিয়ে কত কবি, সাহিত্যিক কত কিছু লিখেছেন। মনের ভিতরটা বুঝে নেওয়ার জন্য শরীরে এই অংশটাই সবচেয়ে কার্যকরী। প্রথম দেখায় তাই ওই অক্ষিযুগলের মধ্যে দিয়েই সহজে মনের ভিতরে ঢুকে পড়া যায়। কিন্তু চোখের পাশে যদি কালো দাগ বা ডার্ক সার্কল জন্ম নেয়, সেই চোখের সৌন্দর্যেও যেন ঘাটতি পড়ে অনেকটাই। ব্যস্ততার যুগে সবারই ঘুমের সমস্যা।
advertisement
৮ ঘণ্টা নিশ্চিন্তির ঘুম পাওয়া খুব কঠিন। ফলত তার প্রভাব পড় ত্বকে। আর ধীরে ধীরে চোখের চারপাশে জায়া করে নেয় ডার্ক সার্কল। চোখের চার পাশ খুব সংবেদনশীল হয় বলেই কালো ছোপ পড়ে যায় দ্রুত। ডার্ক সার্কলের পিছনে অন্যতম কারণ ঘুম কম হওয়া, স্ট্রেস, হরমোনের সমস্যা, অ্য়ালার্জি, ডিহাইড্রেশন। তবে কিছু ঘরোয়া পদ্ধতিতে চোখের কালি দূর করা যেতে পারে।
advertisement
১) ডার্ক সার্কল থেরে মুক্তি পেতে দুধ অন্যতম উপাদান। দুধের মধ্যে ভিটামিন এ ও বি৬ থাকে। এই ভিটামিনগুলি ত্বকে নতুন কোষ তৈরি করে। ভিটামিন বি৬ ত্বকের কালো ছোপ দূর করে। তাই দুধের সঙ্গে একটু ময়দা মিশিয়ে সেই মিশ্রণ মুখে মাখুন। পুরো শুকিয়ে কাঠ হওয়ার আগেই জল দিয়ে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন চোখের পাশের অংশ যেন বেশি শুকিয়ে না যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement