বিয়ের সাজ মানেই প্রচুর স্প্রে, রাসায়নিক দিয়ে চুল বাঁধা৷ বিভিন্ন রকম স্ট্রেটনার, টং ব্যবহার করে চুল বেঁধে দেন হেয়ারস্টাইলিস্টরা৷ কিন্তু তার পর চুলের জট ছাড়াতেই নাজেহাল হয়ে পড়েন কনেরা৷ চুলের অনেক ক্ষতিও হয়ে যায়৷ জেনে নিন কীভাবে চুলের যত্ন নেবেন বিয়ের দিনের পর৷