বিয়ের সাজের পর চুলে প্রচুর জট? জেনে নিন কীভাবে ছাড়াবেন

Last Updated:
1/6
বিয়ের সাজ মানেই প্রচুর স্প্রে, রাসায়নিক দিয়ে চুল বাঁধা৷ বিভিন্ন রকম স্ট্রেটনার, টং ব্যবহার করে চুল বেঁধে দেন হেয়ারস্টাইলিস্টরা৷ কিন্তু তার পর চুলের জট ছাড়াতেই নাজেহাল হয়ে পড়েন কনেরা৷ চুলের অনেক ক্ষতিও হয়ে যায়৷ জেনে নিন কীভাবে চুলের যত্ন নেবেন বিয়ের দিনের পর৷
বিয়ের সাজ মানেই প্রচুর স্প্রে, রাসায়নিক দিয়ে চুল বাঁধা৷ বিভিন্ন রকম স্ট্রেটনার, টং ব্যবহার করে চুল বেঁধে দেন হেয়ারস্টাইলিস্টরা৷ কিন্তু তার পর চুলের জট ছাড়াতেই নাজেহাল হয়ে পড়েন কনেরা৷ চুলের অনেক ক্ষতিও হয়ে যায়৷ জেনে নিন কীভাবে চুলের যত্ন নেবেন বিয়ের দিনের পর৷
advertisement
2/6
অনেকেই চুল আঁচড়ে জট ছাড়াতে যান৷ এতে চুল ছিঁড়ে যায়৷ তাই ধৈর্য হারাবেন না৷ চুল এই সময় আঁচড়াতে যাওয়াই ভাল৷
অনেকেই চুল আঁচড়ে জট ছাড়াতে যান৷ এতে চুল ছিঁড়ে যায়৷ তাই ধৈর্য হারাবেন না৷ চুল এই সময় আঁচড়াতে যাওয়াই ভাল৷
advertisement
3/6
শুকনো চুলে জট ছাড়ানো কঠিন৷ তাই চুল খুব ভাল করে ভিজিয়ে নিন৷ ভাল হেয়ারস্টাইলিস্ট দামি হেয়ার স্প্রে ব্যাবহার করেন৷ জলে ধুয়ে যাবে৷
শুকনো চুলে জট ছাড়ানো কঠিন৷ তাই চুল খুব ভাল করে ভিজিয়ে নিন৷ ভাল হেয়ারস্টাইলিস্ট দামি হেয়ার স্প্রে ব্যাবহার করেন৷ জলে ধুয়ে যাবে৷
advertisement
4/6
এবার হাতে অল্প অল্প করে শ্যাম্পু নিয়ে আস্তে আস্তে স্ক্যাল্পে মাসাজ করতে থাকুন৷ যতক্ষণ না পুরো চুলে ভাল মতো ফেনা হচ্ছে৷
এবার হাতে অল্প অল্প করে শ্যাম্পু নিয়ে আস্তে আস্তে স্ক্যাল্পে মাসাজ করতে থাকুন৷ যতক্ষণ না পুরো চুলে ভাল মতো ফেনা হচ্ছে৷
advertisement
5/6
চুল ভাল করে ধুয়ে নিন৷ যেন একটুও শ্যাম্পু না থাকে৷ চুলে শ্যাম্পু থেকে গেলে কিন্তু জট ছাড়াতে সমস্যায় পড়বেন৷
চুল ভাল করে ধুয়ে নিন৷ যেন একটুও শ্যাম্পু না থাকে৷ চুলে শ্যাম্পু থেকে গেলে কিন্তু জট ছাড়াতে সমস্যায় পড়বেন৷
advertisement
6/6
ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে জল শুষে নেওয়ার পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান৷ সব জট ছেড়ে যাবে৷ এরপর চুল হাওয়ায় শুকিয়ে নিন, ড্রায়ার দিয়ে শুকোবেন না৷
ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে জল শুষে নেওয়ার পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান৷ সব জট ছেড়ে যাবে৷ এরপর চুল হাওয়ায় শুকিয়ে নিন, ড্রায়ার দিয়ে শুকোবেন না৷
advertisement
advertisement
advertisement