Summer Cool Tips: এই গরমেও শরীর থাকবে সতেজ ফুরফুরে! রইল সিক্রেট উপায়, না জানলে বড় মিস
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: যাঁদের কাজের জন্য নিয়মিত রোদে বেরোতে হয়, তাঁদের অবস্থা একেবারে কাহিল হবে। তবে প্রচণ্ড গরমেও সুস্থ রাখতে হবে নিজের শরীর এই উপায়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
এর পাশাপাশি শীতকালে মূলত তরমুজ আম বিভিন্ন ফল পাওয়া যায়। এই সময় রসালো জাতীয় ফল খাওয়ার চেষ্টা করবেন। আর চাইলে শসা পিয়ারা ইত্যাদি ফল খেতে পারেন। এছাড়াও যখনই জল খাবেন তার আগে চেষ্টা করবেন কিছুটা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার যেমন ধরুন হাতে হালকা চিনি নিয়ে সেটি খাওয়ার পর জল পান করুন অথবা খেজুর খাওয়ার পর জল পান করতে পারেন তাতে শরীর সুস্থ এবং সতেজ থাকবে।