Bankura News: বাঁকুড়ার 'সোনালী অমৃত', গ্রীষ্মে পাওয়া যায় এই তালের গুড়
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: বাঁকুড়ার এক্সক্লুসিভ খাঁটি তালের গুড়। শীতে খেজুর গুড়ের মতো গরমকালে তালের গুড়! স্বাদে অতুলনীয়, প্রকৃতিজাত উপকরণ দিয়ে তৈরি হয় এই গুড়
advertisement
advertisement
advertisement
advertisement
গুড় প্রস্তুতকারক জানান, গুড় তৈরি করতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। তালের রস ফুটিয়ে তৈরি করা হয় গুড়। ব্যবহার করা হয় এক ধরনের বিশেষ অ্যাসিড। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অম্লের প্রয়োগ করে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফুটিয়ে জ্বাল বন্ধ করে দিতে হবে। এর পর রস ছাঁকনির সাহায্যে ছেঁকে ফের জ্বাল দিতে হয়। এভাবেই দুই তিন ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যায় গুড়।
advertisement
